• লা লিগা
  • " />

     

    ব্যাটম্যানের লোগো নিয়ে ভ্যালেন্সিয়া-ডিসি কমিক্সের 'যুদ্ধ'

    ব্যাটম্যানের লোগো নিয়ে ভ্যালেন্সিয়া-ডিসি কমিক্সের 'যুদ্ধ'    

     

    ডিসি কমিক্সের বিখ্যাত চরিত্র ব্যাটম্যানের নাম নিশ্চয় শুনেছেন। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নামও না শোনার কারণ নেই। তবে ভ্যালেন্সিয়ার লোগোটা কি খেয়াল করে দেখেছেন? বিশেষ করে শত বছর পূর্তি উপলক্ষে বের করা নতুন লোগোটা? ব্যাটম্যানের সঙ্গে মিলে যায় না অনেকটা? এ নিয়েই এবার ডিসি কমিক্সের সঙ্গে লেগেছে ভ্যালেন্সিয়ার।

    ব্যাটম্যানের বিখ্যাত লোগোর সঙ্গে যাদেরই মিল আছে, তাদের অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ডিসি কমিক্স। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধেও বছর পাঁচেক আগে এরকম একটা পদক্ষেপ নিয়েছিল বলে গুঞ্জন আছে। তবে শেষ পর্যন্ত তখন দুই পক্ষের কেউই তা স্বীকার করেনি। তবে এবার নতুন করে সেই খবরটা চাউর হলো ভ্যালেন্সিয়ার শতবছর পূর্তির নতুন লোগো বের হওয়ার পর। আগের চেয়ে এবার যেন ব্যাটম্যানের সঙ্গে মিলটা খুব স্পষ্ট।

       

                                              ভ্যালেন্সিয়ার লোগোর বিবর্তন

                               

    এবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ডিসি কমিক্স সত্যি সত্যিই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ মিডিয়া। এ নিয়ে ভ্যালেন্সিয়ার একজন মুখপত্র স্প্যানিশ দৈনিক এল কনফিডেন্সিয়ালকে জানিয়েছে নিজেদের বক্তব্য, ‘ডিসি কমিক্স বলছে, বিশ্বের কোনো বাণিজিক্য প্রতিষ্ঠান তাদের লোগোতে বাদুড়ের কিছু ব্যবহার করতে পারবে না। তবে সেটা মানতে আমরা বাধ্য নই। আমরা যখন নিজেদের ক্লাবে এই লোগো ব্যবহার করেছি, যুক্তরাষ্ট্রের লোকজন তখনো বাইসনের পেছনে দৌড়াত।’

     

     

    ভ্যালেন্সিয়ার দাবিটা অবশ্য একদিক দিয়ে মোক্ষমই হয়েছে। ১৯২১ সালে ভ্যালেন্সিয়ার লোগোতে প্রথম বাদুড় ব্যবহার করা শুরু হয়। তারও ১৮ বছর পর ব্যাটম্যানের লোগো ব্যবহার করা শুরু করে ডিসি। চাইলে তো ভ্যালেন্সিয়াই উল্টো ডিসির বিরুদ্ধে মামলা করে দিতে পারে!