• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝলো না ব্রিটিশরা!

    দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝলো না ব্রিটিশরা!    

    খেলাটা যেহেতু পায়ের তাই ফুটবলারদের চোট বা অসুস্থতা বলতে মূলত হাঁটু বা পায়ের পাতার সমস্যাকেই বোঝায়। কালেভদ্রে ঘাড় বা কাঁধের চোটের কথাও শোনা যায়। কিন্তু তাই বলে দাঁত? ব্রিটেনের পেশাদার ফুটবলারদের মাঝে পরিচালিত এক সমীক্ষা বলছে প্রতি ১০ জনে প্রায় ৪ জন দাঁতের সমস্যায় ভুগছেন!

     

    ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনের উদ্যোগে ইংল্যান্ড ও ওয়েলসের আটটি ক্লাবে এ জরিপ চালানো হয়। এর অংশ হিসেবে ১৮৭ জন ফুটবলারের দাঁত পরীক্ষাও করে লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর এভিডেন্স বেজড ওরাল হেলথ’। এতে দেখা যায় যে ৫৩ শতাংশ ফুটবলার দাঁতের ক্ষয়রোগে ভুগছেন। ৪৫ শতাংশ তাঁদের দাঁতের দুরবস্থা নিয়ে উদ্বিগ্ন। শতকরা ৭ জন জানিয়েছেন যে দাঁতের যন্ত্রণায় তাঁদের অনুশীলন বা মাঠের খেলা ব্যহত হওয়ার নজির আছে।

     

     

    গবেষকদের একজন অধ্যাপক ইয়ান নিডলম্যান বিবিসির সাথে সাক্ষাৎকারে বলছিলেন সমস্যার সরূপ নিয়ে, “ফুটবলার যারা কিনা নিজেদের পিছনে প্রচুর অর্থ ব্যয় করে তাঁদের এ ধরণের সমস্যায় ভোগাটা আশ্চর্যজনক। কারও কারও অবস্থা এতই খারাপ যে তাঁদের খেলা বা অনুশীলন পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। বাকিরা কেউ দাঁতের ব্যাথায় ঘুমোতে পারেন না আবার কারও পানীয় পান করতে গেলে দাঁত শিরশির করছে। এই পর্যায়ের খেলাধুলায় খুব সামান্য শারীরিক অস্বস্তিও বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।”

     

    ফুটবলারদের মধ্যে রীতিমতো ‘মহামারী’ আকারে দাঁতের সমস্যা ছড়িয়ে পড়ার প্রধান কারন হিসেবে উঠে আসছে পুষ্টির বিষয়টিই। প্রশিক্ষণ চলাকালে মিষ্টিজাতীয় বা অম্লীয় খাবার অধিক হারে গ্রহণে দাঁত দ্রুত ক্ষয় হচ্ছে বলে ধারণা করছেন গবেষকরা। পাশাপাশি অনুশীলনে ঘাম ঝরাতে ঝরাতে অনেক সময় মুখের ভিতরের লালা শুকিয়ে গিয়েও দাঁতের সুরক্ষা ব্যহত হতে পারে বলে জানান তাঁরা।

     

    সমীক্ষার ফলাফলে এমন ‘উদ্বেগজনক’ তথ্য বেরিয়ে আসার পর খেলোয়াড়দের দাঁতের সুস্বাস্থ্যকে ‘অধিকতর গুরুত্ব’ দিয়ে তদারকি শুরুর পাশাপাশি এ ব্যাপারে তাঁদেরকে নানাবিধ স্বাস্থ্য পরামর্শও দিতে শুরু করেছে ক্লাবগুলো।