ইনজুরি নিয়ে চিন্তিত নন রোনালদো
প্রায় আট মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের পর পর্তুগালের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। মাঠে সেই ইনজুরিটা বেশ গুরুতর মনে হলেও রোনালদো নিজেই জানিয়েছেন, দুই সপ্তাহের মাঝেই সুস্থ হয়ে ফিরবেন তিনি।
সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে শুরু থেকেই দারুণ খেলছিলেন রোনালদো। ৩১ মিনিটে লম্বা পাস ধরতে গিয়েই বাধে বিপত্তি। হ্যামস্ট্রিংয়ে টান পাওয়ার পর ডাগআউটের দিকে ইশারা করেন তাঁকে বদলি করার জন্য। কোচ ফার্নান্দো সান্তোস সাথে সাথেই রোনালদোকে উঠিয়ে নিয়েছেন।
রোনালদোর এই ইনজুরিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিল জুভেন্টাস। আর দুই সপ্তাহ পরেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আয়াক্সের মুখোমুখি হবে তুরিনের ওল্ড লেডিরা।
জুভেন্টাসকে অবশ্য রোনালদো অভয়ই দিলেন, ‘আমার ইনজুরি নিয়ে একদমই ভাবছি না। আমি আমার শরীরকে খুব ভালোভাবেই চিনি। ফুটবলে এমনটা হবেই। পুরোপুরি সুস্থ হতে দুই সপ্তাহেরও কম সময় লাগবে। এরপরই সব ম্যাচে খেলতে পারবো।’
রোনালদোর এমন কথায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে জুভেন্টাস। যে রোনালদোর কারণেই কোয়ার্টারে উঠেছে তাঁরা, তিনি না থাকলে কোয়ার্টারের ম্যাচটা যে একটু বেশিই কঠিন হয়ে যাবে তাদের জন্য।