• প্রীতি ম্যাচ
  • " />

     

    "কোপাতেই আর্জেন্টিনার হয়ে ফিরবেন মেসি"

    "কোপাতেই আর্জেন্টিনার হয়ে ফিরবেন মেসি"    

    জাতীয় দলে আর কখনো ফিরবেন কি? বিশ্বকাপের পর প্রায় সাত মাস এই প্রশ্নটাই ঘুরপাক খেয়েছে আর্জেন্টিনা সমর্থকদের মাথায়। লিওনেল মেসির ফেরাটা অবশ্য খুব সুখকর হয়নি, ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হেরেছে দল, মেসি নিজেও পড়েছেন ইনজুরিতে। মরক্কোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়েছে মেসির নাম। কোপা আমেরিকার বাকি আর দুই মাস। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, কোপাতেই আর্জেন্টিনার হয়ে আবার খেলতে দেখা যাবে মেসিকে।

    থাইয়ের ইনজুরির কারণে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পরেই বার্সেলোনাতে ফেরত গেছেন মেসি। মরক্কোর বিপক্ষে তাঁর খেলার কথা থাকলেও ইনজুরির কারণে সেটা হচ্ছে না। কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার আর প্রীতি ম্যাচও নেই।

    মেসি আদৌ কোপা আমেরিকায় ফিরবেন কিনা, সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এরই মাঝে। স্কালোনি সবাইকে আশ্বস্ত করছেন, মেসি কোপাতে খেলবেন, ‘মেসি কোপা আমেরিকাতে খেলবে। এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। সে দলে নিজের দায়িত্বের প্রতি অবগত। ভেনেজুয়েলার ম্যাচের পর আমরা সেই ম্যাচ নিয়ে অনেক কথা বলেছি। আমরা দুজনেই জানি, এই দলটাকে আরও ভালো করার জন্য একসাথেই কাজ করতে হবে।’

    ১৯৯৩ সালে শেষ আর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এরপর আর বড় শিরোপার দেখা পায়নি তাঁরা। দলের অতিরিক্ত ‘মেসি নির্ভরতাও’ ভাবাচ্ছে স্কালোনিকে। তবে স্কালোনির আশা, আর্জেন্টিনা এই দুর্বলতা কাটিয়ে উঠবে, ‘দল যেন শুধু মেসির ওপরই নির্ভর না থাকে, এটা নিশ্চিত করতে হবে। সবাই মেসির দিকে তাকিয়ে থাকবে, এটা হতে পারে না। মেসি আমাদের সেরা ফুটবলার, সে ম্যাচ জিততে বড় ভূমিকা রাখবে, এতে কোনই সন্দেহ নেই। কিন্তু অন্যদেরও এগিয়ে আসতে হবে।’

     

     

    আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকার এবারের আসর। বি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।