• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    স্পেন বিরোধী স্লোগানে বিরক্ত পিকে

    স্পেন বিরোধী স্লোগানে বিরক্ত পিকে    

    জিরোনার মাঠ এস্তাদি মন্তেলিভোতে সমর্থকদের স্পেন বিরোধী স্লোগান মোটেই পছন্দ হয়নি জেরার্ড পিকের। গতরাতে কাতালোনিয়ার হয়ে মাঠে নেমেছিলেন পিকে, প্রতিপক্ষ ছিল আগের ম্যাচে আর্জেন্টিনাকে হারানো ভেনেজুয়েলা। ম্যাচটা কাতালোনিয়া জিতেছে ২-১ গোলে। তবে ম্যাচ শেষে পিকে জানিয়েছেন, কোনো দেশের প্রতি অসম্মান কখনোই সহ্য করা উচিত না। 

    কাতালোনিয়া স্পেনের আধা-স্বায়ত্বশাসিত প্রদেশ। ২০১৭ সালে ভোটের পর কাতালোনিয়া স্বাধীনতাও ঘোষণা করেছিল। তবে স্পেন সেই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। এরপর থেকে কাতালোনিয়া-স্পেন দ্বন্দ্বে যোগ হয় নতুন মাত্রা। সেই ছাপ পড়েছে ফুবটলেও। এবার যখন কাতালোনিয়া প্রীতি ম্যাচে অংশ নিয়েছে তখনই সমর্থকেরা রাগ ঝেড়েছেন স্পেন বিরোধী স্লোগান তুলে। 

    পিকে কাতালোনিয়ার হয়ে নিজের দশ নম্বর ম্যাচ খেলেছেন ভেনেজুয়ালার বিপক্ষে। ৫০ মিনিট মাঠে ছিলেন তিনি। পুরোটা সময় তিনিই সমর্থকদের সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন। কিন্তু ম্যাচশেষে পিকেই সমর্থকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন, "আমি তাদেরকে (সমর্থকদের) বলেছি চুপ থাকতে। কারণ এভাবে আসলে কোনো কিছু আদায় করা যায় না। আমাদেরকে ভালো উদাহরণ তৈরি করতে হবে। এমন আচরণ করে ভালো কিছু প্রচার করা সম্ভব নয়।"

    "কোনো কিছুকে প্রাপ্য সম্মান না দেওয়া কোনোভাবেই মানা যায় না। কাউকে অসম্মান করার কোনো দরকারই আমাদের নেই।"



    রাশিয়া বিশ্বকাপের পর স্পেন জাতীয় দল থেকে অবসর নিয়েছেন পিকে। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ী বার্সেলোনা ডিফেন্ডারের জাতীয় দল থেকে অবসর নিয়ে কাতালোনিয়ার হয়ে খেলাটা ভালোভাবে নেয়নি স্পেনের অনেকেই। কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে সবসময়ই সরব থাকা পিকে স্পনের হয়ে খেলার সময়ও সমর্থকদের দুয়ো শুনেছেন অনেকবার। তাদের উদ্দেশ্যেও জবাব দিয়েছেন পিকে, "যারা বুঝতে চেষ্টা করে না তাঁরা কখনোই বুঝবে না। আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি পরিবারকে সময় দিতে। সমুদ্রে গিয়ে স্নান করতে। আমি সবকিছু থেকে কিছুদিন দূরে থাকতে জাতীয় দলকে বিদায় জানিয়েছি।" 

    "কাতালোনিয়ার হয়ে আমি এখানে খেলতে এসেছি একটু আগে, কাল আবার বার্সেলোনায় চলে যেতে পারব। জাতীয় দলে খেলতে হলে আমাকে পুরো সপ্তাহই ওখানে কাটাতে হত। আর স্পেনের হয়ে খেলা চালিয়ে গেলে কাতালোনিয়ার হয়ে এই ম্যাচটা আর প্রীতি ম্যাচ খেলতে আসতাম না।" 

     

     

    কাতালোনিয়ার হয়ে খেলার কথা ছিল জাভি হার্নান্দেজেরও। তবে শেষ মুহুর্তে তার ক্লাব আল সাদ মৌসুমের বাকি ম্যাচের কথা মাথায় রেখে জাভিকে এই ম্যাচ খেলার অনুমতি দেয়নি। সেস ফ্যাব্রিগাস, জেরার্ড মরেনোরাও একই কারণে অংশ নিতে পারেননি কাতালোনিয়ার হয়ে।