সান সিরো ছাড়ার কথা ভাবছে মিলানের দুই ক্লাব
প্রথমে সান সিরোকেই নতুন করে সংস্কার করার কথা ভেবেছিল ইন্টার মিলান ও এসি মিলান। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে তারা। সংস্কার খরচের টাকা দিয়েও মিলানে নতুন আরেক স্টেডিয়াম করার কথা ভাবছে মিলানের দুই ক্লাব। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের মধ্যেই নতুন ঘরে উঠবে ইউরোপের বিখ্যাত দুই ক্লাব।
ইন্টারের সিইও, আলেসান্দ্রো আনতেনেল্লো এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিষয়টি। "ইন্টার আর মিলান একসঙ্গে হয়ে ব্যাপারটা নিয়ে ভাবছে। আমাদের এখনও অনেক কাজ বাকি। তবে সময়টা সঠিক বলেই মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা ব্যাপারটা বিস্তারিতভাবে জানাতে পারব বলে আশা করছি।"
ধারণা করা হচ্ছে সান সিরোতে কয়েক মিটার দূরেই তৈরি করা হবে নতুন স্টেডিয়ামটি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের আদলে তৈরি করার কথা রয়েছে। সান সিরোর মতো এই স্টেডিয়ামও দুই ক্লাবই নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে।
১৯২৬ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে সান সিরোই এসি মিলানের ঠিকানা। এরপর ১৯৪৭ সালে ইন্টার মিলানও নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে থাকে এই স্টেডিয়াম। এরপর বেশ কয়েকবারই সংস্কার করা হলেও ইউরোপের আধুনিক স্টেডিয়ামগুলোর তুলনায় বেশ পিছিয়েই পড়েছে ঐতিহাসিক স্টেডিয়ামটি। নতুন স্টেডিয়াম বানানোর কাজ শেষ হওয়ার পর ভেঙে ফেলা হবে সান সিরো।