• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সার চেয়ে জুভেন্টাসকে এগিয়ে রাখছেন পিরলো

    বার্সার চেয়ে জুভেন্টাসকে এগিয়ে রাখছেন পিরলো    

    সাবেক ইতালি মিডফিল্ডার আন্দ্রে পিরলো মনে করেন বার্সেলোনার চেয়ে ভালো অবস্থানে আছে জুভেন্টাস। অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে হারানোর অনুপ্রেরণাটাই হয়ত এবার শিরোপা পর্যন্ত জুভেন্টাসকে নিয়ে যেতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি। 

    জুভেন্টাসের হয়ে ৪ বার সিরি আ জেতা পিরলোর অবশ্য জুভেন্টাসের সঙ্গে আরেকটি দলকে রাখছেন সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায়। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আর জুভেন্টাস এই দুই দলই পিরলোর ফেভারিট। 

     

     

    "চ্যাম্পিয়নস লিগে প্রতিবারই আপনার মনে হবে এই বছরটা হয়ত আপনার, আবার উলটোটাও মনে হতে পারে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদকে ওভাবে হারানোর পর বছরটা আপনার নিজের মনে হওয়াই স্বাভাবিক। আমার মনে হয় জুভেন্টাস বার্সেলোনার চেয়েও ভালো, আর বাকি দলগুলোর মধ্যে চ্যাম্পিয়নস লিগ জেতার মতো ভালো অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি।"

    অ্যাটলেটিকোর বিপক্ষে জুভেন্টাসের জয়ের কারণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করেছিলেন গত জুলাইয়ে জুভেন্টাসে পাড়ি জমানো পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদোর সংযোজনটাই জুভেন্টাসকে এগিয়ে রাখছে বলে জানাচ্ছেন পিরলো, "রোনালদোকে ছাড়া হয়ত অ্যাটলেটিকোর ম্যাচটা জুভেন্টাস ১-০ গোলে জিততে পারত। তবে ৩-০ তে না।"

    "আপনি যদি ৩৩ বছর বয়সে গিয়েও পরবির্তন চান, এর মানে হচ্ছে আপনি এখনও পুরোপুরি উজ্জীবিত। রোনালদো খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছে। সেটা তো সবাই দেখতেই পাচ্ছে।"