"সোলশারও মরিনহোর মতো ‘বাস-পার্ক’ নীতিতে বিশ্বাসী"
অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলের জন্য হোসে মরিনহোকে কম সমালোচনা শুনতে হয়নি। মরিনহোর বিদায়ের পর ওলে গানার সোলশার এসেই বদলে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। তবে সাবেক ইউনাইটেড কোচ লুই ফন গাল বলছেন, সোলশারও মরিনহোর মতো ‘বাস-পার্ক’ নীতিতে বিশ্বাসী।
মরিনহোর অধীনে নিজেদের হারিয়ে খুঁজছিল ইউনাইটেড। সোলশারের দায়িত্ব নেওয়ার পর দারুণ ফর্মে আছে দল। ৫৮ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে থাকলেও শীর্ষ চারের জন্য আর্সেনাল ও টটেনহামকে কঠিন টক্করই দেবেন তাঁরা। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগেও দুর্বার গতিতে এগিয়ে চলেছেন পল পগবারা, পিএসজির বিপক্ষে অবিশ্বাস্য এক জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠছে সোলশারের দল।
ইউনাইটেড ‘বদলে গেছে’, এটা অবশ্য মানতে নারাজ ফন গাল, ‘আমার পর মরিনহো এসে বাস পার্ক পদ্ধতি চালু করেছিলেন। তখন ইউনাইটেড রক্ষণাত্মক ফুটবল খেলত, মাঝে মাঝে কাউন্টারে যেত। সোলশার এসেও সেটার পরিবর্তন করেননি। মরিনহো আর সোলশারের মাঝে একটাই পার্থক্য, সোলশার ম্যাচ জিতছেন, মরিনহো সেটা পারতেন না।’
‘বাস পার্ক’ নীতি একদমই পছন্দ নয় ফন গালের, ‘ফার্গুসনের সময় ইউনাইটেড যেভাবে খেলত, এখন সেটা একদমই নেই। ইউনাইটেড এখন খুব বেশি রক্ষণাত্মক খেলে। অনেকে এটা পছন্দ করতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার এটা মোটেও পছন্দ না। তবে এই নীতিই হয়ত ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারে! ইউনাইটেড যেভাবে রক্ষণাত্মক কৌশল নিয়ে নামে, তাতে তাদের হারানো কঠিন। এটা মরিনহোরই কাজের ফল, আপনি পছন্দ করেন আর নাই করেন!’