‘সুপার চ্যাম্পিয়নস লিগ’ চায় বড় ক্লাবগুলো
ফিফা ক্লাব বিশ্বকাপে বাড়তি দলের অংশগ্রহণ নিয়ে ইউরোপের বড় ক্লাব ও ইউয়েফার মাঝে দ্বন্দ্বটা চরমে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা-জুভেন্টাসের মতো ক্লাবগুলো ইঙ্গিত দিয়েছে, তাঁরা ক্লাব বিশ্বকাপ বয়কট করবে। এসবের মাঝেই ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন জানালো, বড় দলগুলো নাকি ‘ছোট ক্লাবের সাথে’ চ্যাম্পিয়নস লিগেও খেলবে না। এর পরিবর্তে তাঁরা নিজেদের মাঝে ‘সুপার চ্যাম্পিয়নস লিগ’ নামের নতুন টুর্নামেন্ট চালু করবে!
ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগ্নেলি ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ সালের আগেই বিলুপ্ত হতে পারে চ্যাম্পিয়নস লিগ, ‘রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাসসহ অনেক বড় ক্লাবই চায় তাদের নিয়ে আলাদা একটা টুর্নামেন্ট হোক। এখনো এটা আলোচনার টেবিলে আছে, চূড়ান্ত হতে আরও অনেক সময় লাগবে। বললেই তো আর এরকম টুর্নামেন্ট আয়োজন করা যায় না। এজন্য বড় ক্লাব ছাড়াও অন্যদের সাথেও বসতে হবে।’
ক্লাব বিশ্বকাপে দল বাড়ানো নিয়ে ইউয়েফার সাথে একমত হতে পারছে না রিয়াল-বার্সার মতো ক্লাবগুলো। এসবের মাঝেই উঠে এলো নতুন টুর্নামেন্টের কথা। আগ্নেলি অবশ্য বলছেন, এটাই ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভবিষ্যৎ, ‘আসলে যে যতকিছুই বলুক, এটাই ইউরোপের ফুটবলের ভবিষ্যৎ হতে যাচ্ছে। তবে ইউরোপের ছোট বড় সব ক্লাবকেই সমান সুযোগ দেওয়া হবে। নতুন টুর্নামেন্ট হলে সেটা ঘরোয়া লিগে কোন প্রভাব ফেলবে কিনা সেটা নিয়েও আলোচনা হতে পারে।’
শেষ পর্যন্ত বড় দলগুলো নিজেদের জন্য আলাদা টুর্নামেন্ট পায় কিনা, সেটার জন্য হয়ত অপেক্ষা করতে হবে আরও অনেকদিন।
সূত্র- এএস.কম