• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ভেনেজুয়েলার জার্সি বিপত্তি

    ভেনেজুয়েলার জার্সি বিপত্তি    

    কাতালোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর ভেনেজুয়েলা খেলোয়াড়েরা রাগ ঝেরেছেন জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিভোভার ওপর। সময়মতো খেলোয়াড়দের প্রয়োজনীয় জার্সি সরবারহ করতে পারেনি ইতালির প্রতিষ্ঠানটি। পরে অন্য জার্সি গায়ে চড়িয়ে খেলতে হয়েছিল ভেনেজুয়েলা খেলোয়াড়দের।

     

    আর্জেন্টিনার বিপক্ষে জিভোভার দেওয়া জার্সি পরেই মাঠে নেমেছিল ভেনেজুয়েলা। পরের ম্যাচের আগেই ঝামেলাটা বাধে। পরে জিভোভা ডিক্যাথলন থেকে মেরুন রঙের জার্সি কিনে তাতে ভেনেজুয়েলার লোগো ও নিজেদের নাম বসিয়ে দেয়। উপায় না দেখে কাতালোনিয়ার বিপক্ষে ওই জার্সি পরেই মাঠে নামে ভেনেজুয়েলা। 

    জার্সিটি মূলত ছিল হাইকিং করার জন্য। ১০ ইউরো মূল্যে কেনা প্রতিটি জার্সি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে ভেনেজুয়েলাতে। খেলোয়াড়রাও মুখবন্ধ করে থাকেননি। সোলেমন রন্ডন তো জিভোভার ছবিতে লাল রঙের ক্রস চিহ্ন দিয়ে সোশ্যাল মিডিয়াতেই বর্জনের ডাক দিয়েছেন। অধিনায়ক রিঙ্কন জিভোভাকে প্রাপ্য সম্মানটা দেখাতে বলেছেন টুইটারে।