"ব্যালন ডি'অর রামোসেরই প্রাপ্য"
একজন সেন্টারব্যাক হয়েও এই মৌসুমে ১৬ গোল করেছেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের মৌসুমটা খারাপ গেলেও ক্যারিয়ারে গোল করার দিক দিয়ে সেরা সময়টাই কাটিয়েছেন স্প্যানিশ অধিনায়ক। গত বছর ব্যালন ডি'অরে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানোর রোনালদোর 'মনোপলি' ভেঙ্গে ফিফার বর্ষসেরা হয়েছিলেন লুকা মদ্রিচ। মেসি, রোনালদোর আধিপত্য হারানোর পর রামোসের সাবেক সতীর্থ এবং পর্তুগিজ কিংবদন্তী লুইস ফিগো মনে করেন, ব্যালন ডি'অরটা স্পেন এবং রিয়ালের অধিনায়কেরই প্রাপ্য।
মদ্রিচের আগে মিডফিল্ডারদের মধ্যে শেষ ব্যালন ডি'অর জিতেছিলেন কাকা, সেই ২০০৭ সালে। একজন ডিফেন্ডার শেষবার বর্ষসেরা হয়েছিলেন রামোসেরই সাবেক সতীর্থ ফাবিও ক্যানাভারো, ২০০৬ সালে। বিশ্বসেরা হওয়ার দৌড়ে মেসি, রোনালদোর একচ্ছত্র আধিপত্য ভেঙ্গে যাওয়ার পর ফিগো মনে করেন, রামোসের অন্তত একবার বর্ষসেরা হওয়াটা পাওনাই আছে, 'মাঠের অর্জনের বিচারেই সার্জিও-র (রামোস) বর্ষসেরা হওয়া উচিত। রিয়ালের বর্তমান দলটাকে সে যেভাবে আগলে রেখেছে, তা আসলেই প্রশংসার দাবিদার।'
গত তিন বছর টানা ইউরোপসেরা হওয়া রিয়ালের অধিনায়ক ছিলেন রামোসই। ফিগোর বিশ্বাস, একজন ডিফেন্ডার হওয়ার কারণেই প্রাপ্য সম্মানটা পাচ্ছেন না রামোস, 'ওর ক্যারিয়ার আসলেই দুর্দান্ত। একজন রাইটব্যাক থেকে সে বিশ্বের সেরা সেন্টারব্যাকে পরিণত করেছে নিজেকে। ফিফার বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়া রীতিমত 'রুটিন'ই বানিয়ে ফেলেছে সে। আমার মতে, গত বছর লোকে বুঝেছে যে ফুটবল শুধু গোলের খেলা নয় যেমনটা আমাদের সময় ছিল। আশা করি সার্জিও তার প্রাপ্য ব্যালন ডি'অরট শীঘ্রই জিতে নেবে।'