• লা লিগা
  • " />

     

    গেটাফের বিপক্ষে মেসির সেই গোলই বার্সার ইতিহাসের সেরা

    গেটাফের বিপক্ষে মেসির সেই গোলই বার্সার ইতিহাসের সেরা    

    ২০০৭ সালে লিওনেল মেসি কেবল বার্সেলোনার একাদশে নিয়মিত হতে শুরু করেছেন। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনাটা তারও আগে থেকে চলে আসছিল। গেটাফের বিপক্ষে লা লিগার একটা ম্যাচের সেই তুলনা কতোখানি যৌক্তিক তা শুধু প্রমাণ করলো কেবল। এরপর মেসি পেরিয়ে এসেছেন অনেকটা পথ। অন্যতম সেরা তো বটেই, ফুটবলের ইতিহাসের সেরাও মানেন তাকে অনেকে। কিন্তু ওই গোলের জন্যই নতুন করে আরেকটা পুরস্কার পেলেন মেসি। 

    বার্সেলোনার ইতিহাসের সেরা ৬৪ টি গোল বাছাই করে ক্লাবের ওয়েবসাইটে ভোট চাওয়া হয়েছিল সমর্থকদের কাছ থেকে। ডিসেম্বরের শেষে শুরু হওয়া ভোটের সময়সীমা পার হয়েছে কয়েকদিন আগে, প্রায় ৫ লাখ সমর্থক ভোট দিয়েছেন। আর তাতে গেটাফের বিপক্ষে মেসির করা সেই গোলই বার্সার ইতিহাসের সেরা গোল নির্বাচিত হয়েছে। ওই গোলের সঙ্গে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার করা গোলের অমিল খোঁজাটাই দায়। মিডফিল্ড থেকে শুরু করে একে একে প্রতিপক্ষের পাঁচজন ডিফেন্ডার কাটিয়ে এরপর ডিবক্সের ভেতর গোলরক্ষককেও বোকা বানিয়ে করা মেসি আর ম্যারাডোনার গোল দুইটি যেন একে অন্যের প্রতিবিম্ব।
     

     

    ৬৪ গোল থেকে কাটছাট করে সংখ্যাটা শেষে চারে নামিয়ে এনেছিল বার্সা। সেই চার গোলের তিনটিই ছিল মেসির। আরেকটা সার্জি রবার্তোর পিএসজির বিপক্ষে করা গোল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে মেসির তিনটি গোলই। ৪৫ শতাংশ সমর্থক ভোট দিয়েছেন গেটাফের বিপক্ষে ক্রয়া মেসির গোলকে। ২০১৫ সালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা ডেল রে এর ফাইনালে করা মেসির গোলটি পেয়েছে ২৮ শতাংশ ভোট। আর ১৬ শতাংশ সমর্থক বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে করা মেসির সলো গোলটি। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ২০১৭ সালে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে করা রবার্তোর গোলটি পেয়েছে ১১ শতাংশ ভোট। 

     

     

    বার্সেলোনার হয়ে ৫৯১ গোল করেছেন মেসি। এই মৌসুমে হয়েছেন ক্লাবের অধিনায়কও। আরও অনেক কিছুর মতো বার্সার সেরা ইতিহাসটাও হয়ে থাকল মেসিময়।