রোনালদোকে লা লিগায় মিস করেন মেসি!
নয় বছর ধরে দুজনের দ্বৈরথ লা লিগাকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি হারিয়েছেন একজন প্রতিদ্বন্দ্বীকে। লা লিগাও যেন কিছুটা হারিয়েছে আকর্ষণ। রিয়াল মাদ্রিদ সমর্থকেরা যেমন মিস করেন রোনালদোকে, ব্যতিক্রম নন মেসিও। এক সাক্ষাৎকারে স্বীকারই করে নিলেন রোনালদো লা লিগায় থাকলে ভালোই হতো।
এমনিতে দুজন দুজনকে নিয়ে কথা বলেন খুবই কম। গত কিছু দিনে দুজন দুজনের প্রশংসাই করেছেন বেশি। মেসি-রোনালদো নিজেদের স্বীকার করে নিয়েছেন সেরা প্রতিদ্বন্দ্বী হিসেবে। মেসিও ক্লাব নাইন ফোর্টি সেভেন এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলাটা কঠিন হলেও ভালোই লাগত। ও থাকলে লা লিগা জিতেও মজা পেতাম। এবার ও থাকলে ভালোই হতো।’
জুভেন্টাসে আসার পর রোনালদো বুঝিয়ে দিয়েছেন, ৩৪ বছর বয়স হলেও তাঁর পেছনে ১৩৩ মিলিয়ন ইউরো খরচ করাটা পুরোপুরি উসুল। লিগে জুভেন্টাসের দাপট নতুন কিছু নয়, রোনালদো আসার পর সেটা আরো বেড়েছে বৈকি। তবে যে চ্যাম্পিয়নস লিগ অনেক দিন ধরে সোনার হরিণ, সেটার পথে সিআরসেভেন ভালোমতোই রেখেছেন জুভেন্টাসকে। অ্যাটলেটিকোর বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে। মেসিও বললেন, রোনালদো আসার পরে জুভেন্টাসের শক্তি অনেক বেড়েছে, ‘জুভেন্টাসের প্রতি আমার অনেক সম্মান আছে, আমার মনে হয় ওরা দল হিসেবে দারুণ। আর ক্রিশ্চিয়ানো আসার পর সেটা আরও বেড়েছে। অ্যাটলেটিকোর বিপক্ষে অমন জয়ের পর তাদের আত্মবিশ্বাসও এখন অনেক বেশি। তবে আশা করি আমরা ওদের সঙ্গে পাল্লা দিতে পারব।’
রোনালদোকে বাকিদের চেয়ে আলাদা করে দেখেন, সেটাও বুঝিয়ে দিলেন, ‘এখন নেইমার, এমবাপ্পে, সুয়ারেজ, হ্যাজার্ডদের মতো অনেক ভালো খেলোয়াড় আছে। এদের মধ্যে যে কেউই বিশ্বের সেরা হতে পারে। আমাকে আর রোনালদোকে এই তালিকায় আমি অবশ্য রাখব না।'