আর্জেন্টিনায় কেন এত সমালোচনা, প্রশ্ন আমার ছেলেরও: মেসি
তিনবার আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপে খেলেছেন। ২০১৪ সালে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি লিওনেল মেসির। টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে তাকে। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর প্রায় আট মাস জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। এই সময় বরাবরের মতোই আর্জেন্টিনা থেকে তাকে শুনতে হয়েছে নানা সমালোচনা। রেডিও ৯৪.৭ কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলছেন, নিজের দেশে কেন এত সমালোচনা শুনতে হয় তাকে, এটা নিয়ে প্রশ্ন করে তার ছয় বছর বয়সী ছেলে থিয়াগোও!
জাতীয় দলের হয়ে আদৌ আর ফিরবেন কিনা, সেটা নিয়ে গত কয়কে মাসে কম আলোচনা হয়নি। ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচের পর ইনজুরির কারণে মরক্কোর সাথে খেলেননি মেসি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি যদিও বলেছেন, মেসি কোপা আমেরিকাতে খেলবেন, তবুও অনেকে এটা নিয়ে সন্দিহান। মেসি বলছেন, নিজের দেশে এমন সমালোচনা অবাক করে তার পরিবারকেও, ‘আর্জেন্টিনার হয়ে আমি শিরোপা জিততে চাই। সব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেই আমি খেলব। অনেকেই বলেছেন, বিশ্বকাপের পর আমার ফিরে আসা উচিত হয়নি। আমার ছয় বছর বয়সী ছেলে থিয়াগোও আমাকে প্রশ্ন করে, আর্জেন্টিনাতে আমাকে এতো সমালোচনা কেন শুনতে হয়!’
গত আট মাসে তাকে নিয়ে অনেক বেশি ‘মিথ্যাচার’ হয়েছে বলেই দাবি মেসির, ‘নিন্দুকেরা আমাকে নিয়ে যা বলে, সেটায় গা সয়ে গিয়েছিল। তারা সবসময়ই এসব বলে। তবে তাদের এরকম মিথ্যাচারে মাঝে মাঝে রাগ হয়, কারণ মানুষ এসব বিশ্বাসও করে। তারা যাই বলে, সবাই বিশ্বাস করে, এরপর আমি হয়ে যাই ‘খারাপ মানুষ’! সত্যি বলতে আমি বিরতিটা নিয়েছিলাম ইনজুরির কারণে। এখন আমি কিছুটা সুস্থ, তাও নিজের দিকে খেয়াল রাখতেই হচ্ছে।’
মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল, তার চোখে বিশ্বের সেরা ফুটবলার কারা, ‘রোনালদো লা লিগায় থাকার সময় ভালোই লাগতো, তাকে মিস করি। যদিও তার এতগুলো শিরোপা জয়ে কিছুটা বিরক্তও লাগতো! জুভেন্টাসের প্রতি অনেক সম্মান আছে, আমার মনে হয় ওরা দল হিসেবে দারুণ। আর রোনালদো আসার পর সেটা আরও বেড়েছে। অ্যাটলেটিকোর বিপক্ষে অমন জয়ের পর তাদের আত্মবিশ্বাসও এখন অনেক বেশি। এমবাপ্পে, নেইমার, হ্যাজার্ড, সুয়ারেজ ও আগুয়েরোই বিশ্বের সেরা কয়েকজন ফুটবলার। রোনালদোকে অবশ্য এই তালিকায় রাখব না, কারণ তাকে আমার পাশেই রেখেছি।’
মেসি বরাবরই বলে এসেছেন, অবসর নিতে চান শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে। আবারও নিজের সেই ইচ্ছার কথা জানালেন তিনি, ‘যতদিন পারি খেলে যেতে চাই। আমি চাই ওল্ড বয়েজে ক্যারিয়ার শেষ করতে। যদিও কাজটা সহজ হবে না। তাও দেখা যাক কী হয়!’