• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বাতিস্তুতাকে পাশে পাচ্ছেন হিগুয়াইন

    বাতিস্তুতাকে পাশে পাচ্ছেন হিগুয়াইন    

    গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। কিন্তু বিদায়বেলায় হয়তো যেরকম ধন্যবাদ প্রাপ্য ছিল, সেটা পাননি। তবে হিগুয়াইনের সমর্থনে এগিয়ে এসেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ‘আলবিসেলেস্ত’দের সাবেক সর্বোচ্চ গোলদাতা মনে করেন, নিজ দেশে প্রাপ্য সম্মানটা কখনোই পাননি ‘এল পিপিতা’।

    আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল বাতিস্তুতারই। পাঁচ বছর আগে জার্মানির কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা। হারের কারণে শূলে চড়তে হয়েছে হিগুয়াইনকে। শুধু বিশ্বকাপ ফাইনাল নয়; মাঝে খেলা দুই কোপা আমেরিকা ফাইনালেও সহজ সুযোগ হাতছাড়া করেছেন হিগুয়াইন, মিস করেছেন পেনাল্টিও। আর্জেন্টাইনদের ক্ষোভটা এখানেই। কিন্তু বাতিস্তুতা মনে করেন, হিগুয়াইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়া উচিৎ আর্জেন্টাইনদের।

    নিজে ছিলেন স্ট্রাইকার। হিগুয়াইনের প্রতি সহানুভূতি হয়তো এসেছে সেখান থেকেই, ‘মিস করা স্ট্রাইকারদের জন্য খুবই স্বাভাবিক। সেটা বিশ্বকাপ ফাইনাল হোক, আর প্রীতি ম্যাচই হোক। সে তো আর ইচ্ছে করে এমনটা করেনি। গঞ্জালো ইতালিয়ান, স্প্যানিশ লিগের পর ইংল্যান্ডেও নিজেকে প্রমাণ করেছে। অন্য সব দেশেই তার সমর্থকদের অভাব নেই।’

     

     

    দেশের হয়ে খেলা ৭৫ ম্যাচে ৩১ গোল করেছেন হিগুয়াইন। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আছে ছয় নম্বরে। বাতিস্তুতার বিশ্বাস, হিগুয়াইনকে মনে রাখা উচিৎ তার করা গোলগুলোর জন্যই, ‘স্ট্রাইকারদের ব্যাপারটা ডিফেন্ডারদের থেকে কিছুটা ভিন্ন। তারা (স্ট্রাইকার) একাধিক সুযোগ মিস করলেও ম্যাচের শেষে গোল করে ফেললে ‘হিরো’ বনে যান তারাই।

     

     

    কিন্তু এর উল্টোও ঘটে; যেমন ক্যারিয়ারে ২০০-এর বেশি গোল করলেও হিগুয়াইনকে লোকে মনে রেখেছে ঐ মিস গুলোর জন্যই। আর্জেন্টাইন সমর্থকদের উচিৎ ইতালি বা স্পেনে হিগুয়াইনের সমর্থকদের মত তাকে শ্রদ্ধা করা।’