• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বিরতির পর শীর্ষে উঠল সিটি

    বিরতির পর শীর্ষে উঠল সিটি    

    ২০ দিনেরও বেশি সময় পর প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। এর মধ্যে শীর্ষস্থানটাও হাতছাড়া হয়েছিল চ্যাম্পিয়নদের। ক্রাভেন কটেজে এই ফুলহামকে হারিয়েই পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল লিভারপুল। সেই একই জায়গায় একই দলকে হারিয়ে শীর্ষস্থানটা এবার পুনুরুদ্ধার করল ম্যান সিটি। পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা ফুলহাম সিটিজেনদের কাছে হেরেছে ২-০ গোলে। 

    লিভারপুলকেই তাই আবার চাপে ফেলে দিল সিটি। আগামীকাল টটেনহাম হটস্পারের বিপক্ষে অ্যানফিল্ডের ম্যাচে তাই জিততেই হবে লিভারপুলকে। নইলে এক ম্যাচ বেশি খেলেও সিটিজেনদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে থাকতে হবে অলরেডদের। 

    ক্রাভেন কটেজে সিটির জয়ের ব্যবধানটা মাত্র ২-০ হলেও, জিততে একেবারেই কষ্ট করতে হয়নি তাদের। প্রিমিয়ার লিগে এবারের সবচেয়ে একপেশে ম্যাচও বলতে পারেন এটাকে। সিটি মোট শট করেছিল ২৪ বার, এর মধ্যে অন টার্গেটে ছিল ৭ টি শট। আর ফুলহাম গোলে শটই নিতে পারেনি। পারেনি একটি কর্নারও আদায় করতে।

    সেদিক দিয়ে দ্বিতীয়ার্ধে আর গোল না পাওয়াই সিটির একমাত্র হতাশা হতে পারে। প্রথমার্ধে হয়েছে সিটির দুই গোল। বের্নার্দো সিলভা দলকে এগিয়ে নিতে সময় নিয়েছেন মাত্র ৫ মিনিট। ডানদিকে ডিবক্সের বাইরে থেকে গ্রাউন্ড শটে দারুণ এক গোল করেন সিলভা। এই নিয়ে সিটির জার্সি গায়ে প্রথমবারের মতো টানা ৩ ম্যাচেই গোল করেছেন তিনি।

    ২৭ মিনিটে এরপর গোলের উৎসও সেই সিলভাই। তার পাস ধরে ডিবক্সের ঢুকে পড়েছিলেন সার্জিও আগুয়েরো। এরপর গোলরক্ষক সার্জিও রিকোর মাথার ওপর দিয়ে চিপ করে পেয়েছেন মৌসুমের ১৯ তম লিগ গোল। এই গোল দিয়ে একটা রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এক ক্লাবের হয়ে থিয়েরি অঁরির সমান ২২৮ গোল করে ফেলেছেন আগুয়েরো। অঁরির লেগেছিল ৩৭৫ ম্যাচ, আর আগুয়েরো করলেন ৩২৯ ম্যাচেই। 

     

     

    আগুয়েরোর পুরো ম্যাচ অবশ্য খুব বেশি ভালো যায়নি। ৫৭ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন বদলি হয়ে। ইনজুরিতে পড়েছেন কী না সেটা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।