• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ভিডিও গেমে নিষেধাজ্ঞা সাউদাম্পটনের

    ভিডিও গেমে নিষেধাজ্ঞা সাউদাম্পটনের    

    ফিফা, ফোর্টনাইটের মত ভিডিও গেমে ফুটবলারদের আসক্তি নতুন কিছু নয়। এই আসক্তির বিরুদ্ধে এবার ব্যবস্থা নিয়েছেন সাউদাম্পটন ম্যানেজার রালফ হাসেনহুটেল। ‘সেইন্টস’-এর ফুটবলাররা যেন রাত জেগে ভিডিও গেমে বুঁদ হতে না পারেন, সেজন্য সন্ধ্যার পর হোটেলের ওয়াইফাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

    অবশ্য এবারই প্রথম ফুটবলারদের ভিডিও গেমসের আসক্তি রোধে পদক্ষেপ নেননি হাসেনহুটেল। সাবেক ক্লাব আরবি লাইপজিগেও একই কাজ করেছিলেন তিনি। হাসেনহুটেলের মতে, ভিডিও গেমে আসক্তি ফুটবলারদের ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলতে পারে অনায়াসেই, ‘ভিডিও গেমে আসক্তি হালকাভাবে নেওয়া উচিৎ না কোনওভাবেই। অনেক ফুটবলার আছে যার অবসর সময়ে শুধু গেম খেলেই কাটায়। সাউদাম্পটনেরও অনেককেই ভোর তিনটা পর্যন্তও খেলতে দেখেছি।

     

     

    লাইপজিগের ফুটবলাররাও অনেকটা এমনই। সেখানেও আমি একই কাজ করেছিলাম। অনেক ফুটবলার নিজেদের অজান্তেই আসক্ত হয়ে পড়ে। তারা যেন ভিডিও গেমের দুনিয়ায় হারিয়ে না যায়, সে ব্যবস্থাই নিতে হবে।’

     

     

    ভিডিও গেমের আসক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হাসেনহুটেল তাই মনে করেন, ব্যবস্থা তার নিজেরই নিতে হবে, ‘যতদিন সরকার বা অন্য কেউ এ ব্যাপারে ব্যবস্থা না নেবে, ততদিন আমি নিজেই এর বিরুদ্ধে কাজ করে যাব। সন্ধ্যা থেকে ওয়াইফাই বন্ধ করে দিলেই তারা ভিডিও গেমে ডুব দিতে পারবে না। মাঠের বাইরেও ফুটবলারদের দেখভাল করার দায়িত্বটাও কোচদেরই। নিজের কাজটা ভালমতই করতে চাই।’