মেসির পানেনকা ফ্রি কিকে অবাক ভালভার্দেও
পেনাল্টিতে পানেনকা তো হরহামেশাই দেখা যায়। কিন্তু ফ্রি কিকে পানেনকা? লিওনেল মেসি এমন কিছু করবেন, সেটা হয়ত এস্পানিওলের কেউ কল্পনাতেও ভাবেননি! পানেনকা ফ্রি কিকেও সফল মেসি, করেছেন গোলও। সেই গোলের পর এস্পানিওল গোলরক্ষক ও ডিফেন্ডারদের চোখেমুখে ছিল রাজ্যের বিস্ময়! শুধু এস্পানিওল নয়, মেসির এমন গোল অবাক করেছে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দেকেও। ভালভার্দে বলছেন, মেসির পানেনকা ফ্রি কিক তিনিও আশা করেননি।
৭১ মিনিটে মেসির ওই অদ্ভুত গোলেই এগিয়ে গেছে বার্সা। গোললাইনের সামনে থাকা এস্পানিওলের ভিক্টর সানচেজ কিছু বুঝে ওঠার আগেই মেসির শট তার মাথায় লেগে জালে জড়ায়। সেই শট ঠেকানোর উপায় ছিল না গোলরক্ষক ডিয়েগো লোপেজেরও।
মেসির এমন গোলে বেশ অবাক ভালভার্দেও, ‘আমার কোন ধারণাই ছিল না মেসি এমন কিছু করতে পারে! আশা করি গোলটা মেসির নামে দেওয়া হবে। গোলপোস্টের এতো কাছে দেয়াল টপকে এমন গোল করা খুবই কঠিন কাজ। এস্পানিওল দেয়ালের নিচে একজনকে রেখেছিল, গোললাইনেও একজনকে রেখেছিল। তাও মেসি গোল করেছে।’
আর্জেন্টিনায় কেন সমালোচনা শুনতে হয়, সেটা নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছিলেন মেসি। ভালভার্দের বিশ্বাস, মেসি সব জায়গাতেই সমান খেলেন, ‘বার্সেলোনা হোক কিংবা আর্জেন্টিনা, মেসি সব জায়গাতেই একইভাবে খেলে। অস্ট্রেলিয়ার হয়ে খেললেও সে এভাবেই খেলত। সে আর্জেন্টিনা নিয়ে যা বলেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। শুধু এটাই বলতে চাই, তাকে পেয়ে আমরা খুশি। আশা করি সেও সুখে থাকবে, তাহলে তার পারফরম্যান্সও ভালো হবে।’