"বার্সাকে সহজে লিগ জিততে দেবে না অ্যাটলেটিকো"
লিগের বাকি মাত্র নয় ম্যাচ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখনো দশ পয়েন্ট পেছনে আছে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য এখনই হাল ছাড়তে রাজি নয়। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে বার্সাকে সতর্ক করে বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত লা লিগা শিরোপার জন্য লড়ে যাবেন তাঁরা।
জুভেন্টাসের সাথে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ২-০ গোলের জয়ে কোয়ার্টারের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। তবে দ্বিতীয় লেগে পুরনো ‘শত্রু’ ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে আবার কপাল পুড়েছে অ্যাটলেটিকোর। কোপা ডেল রে থেকেও অনেক আগেই বাদ পড়েছে তাঁরা। লিগ শিরোপাটাই তাই এখন তাদের একমাত্র লক্ষ্য। সেখানেও অবশ্য বার্সার চেয়ে অনেকটাই পিছিয়ে আছে তারা।
সিমিওনের বিশ্বাস, এখনো শিরোপা লড়াই শেষ হয়ে যায়নি, ‘আমরা হয়ত দশ পয়েন্ট পিছিয়ে আছি। লিগেরও খুব বেশি বাকি নেই। তবে আমরা হাল ছাড়ব না, বার্সাকে সহজে লিগ জিততেও দেবো না। শেষ বিন্দু দিয়ে আমরা লড়ে যেতে চাই।’
আলাভেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বার্সার সাথে পয়েন্টের ব্যবধানটা বাড়তে দেয়নি অ্যাটলেটিকো। দলের আক্রমণাত্মক ফুটবল আত্মবিশ্বাস যোগাচ্ছে সিমিওনেকে, ‘আমরা যে প্রতিপক্ষকে একবারে ধসিয়ে দিতে পারি, সেটার প্রমাণ পেয়েছি। জয় তো বটেই, যেভাবে আমরা জিতেছি সেটায় দারুণ খুশি। আমাদের আরও ভালো খেলতে হবে সামনের সব ম্যাচে।’
আগামী সপ্তাহেই সিমিওনের সবচেয়ে বড় পরীক্ষা। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো।