• লা লিগা
  • " />

     

    বেনজেমাতেই রক্ষা রিয়ালের

    বেনজেমাতেই রক্ষা রিয়ালের    

    নির্ধারিত সময়ের তখন বাকি মাত্র কয়েক সেকেন্ড, ম্যাচে ২-২ এ সমতা। পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে থাকা হুয়েস্কার সাথেও কি তাহলে পয়েন্ট হারাবে রিয়াল মাদ্রিদ? এমন আশংকা তখন পুরো সান্তিয়াগো বার্নাব্যু জুড়ে। ঠিক তখনই বক্সের একটু বাইরে বল পেয়ে করিম বেনজেমার দিকে বাড়ালেন মার্সেলো। বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে বেনজেমা মারলেন বাঁকানো শট, সেই শট অনায়াসেই জড়াল জালে। হুয়েস্কা গোলরক্ষক সান্তামারিয়ার চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। বেনজেমার শেষ মুহূর্তের দুর্দান্ত এই গোলেই হুয়েস্কাকে ৩-২ ব্যবধানে হারিয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

    বার্নাব্যুতে রিয়ালকে চমকে দিয়ে ম্যাচে এগিয়ে যায় হুয়েস্কাই। তিন মিনিটের মাথায় ইজেকুয়েল আভিলার পাসে বক্সের ভেতর বল পেয়ে হুয়ান কামিলো হার্নান্দেজ সহজেই বোকা বানান জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে। চার মিনিট পর অল্পের জন্য দ্বিতীয় গোল পাননি হার্নান্দেজ।

    ১৫ মিনিটে বেনজেমার শট ঠেকিয়ে দেন সান্তামারিয়া। ২৫ মিনিটে রিয়ালকে ম্যাচে ফেরান ইস্কো। ব্রাহিম দিয়াজের পাসে গোলপোস্টের সামনে বল পেয়ে ভুল করেননি তিনি। ৩২ মিনিটে আবার এগিয়ে যেতে পারত হুয়েস্কা। ড্যামিয়ান মুস্তোর হেড ঠেকিয়ে দেন জিদান। প্রথমার্ধ শেষ হয় ১-১ এর সমতায়।

    দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ড্যানি সেবায়োস। সেবায়োসের গোল আসে বেনজেমার পাস থেকেই। ৭৪ মিনিটে বার্নাব্যুকে স্তব্ধ করে সমতায় ফেরে হুয়েস্কা। মোই গোমেজের ক্রসে লাফিয়ে উঠে হেড করে লুকা জিদানকে পরাস্ত করেন হাভিয়ের এটজেইটা।

     

     

    ৮৫ মিনিটে লুকাস ভাসকেজকে গোলবঞ্চিত করেন সান্তামারিয়া। ৮৯ মিনিটে বেনজেমার শট আর ঠেকাতে পারেননি তিনি। এই মৌসুমে লিগে এটি বেনজেমার ১৪তম গোল। লা লিগায় ৩৪ প্রতিপক্ষের সবার বিরুদ্ধেই গোলের রেকর্ড গড়লেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। লা লিগায় এই রেকর্ড নেই মেসি-রোনালদোরও! 

    শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৫৭। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে ১২ পয়েন্ট।