সমর্থকদের দুয়ো নিয়ে মাথা ঘামান না সারি
শিরোপার আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাই এখন চেলসির জন্য বড় চ্যালেঞ্জ। দলের এমন অবস্থায় প্রায় প্রতি ম্যাচেই সমর্থকদের দুয়ো শুনতে হয় কোচ মাউরিসিও সারিকে। গতকাল কার্ডিফের মাঠেও চেলসি সমর্থকরা দুয়ো দিয়েছেন তাকে। পিছিয়ে পড়েও কার্ডিফের বিপক্ষে দারুণ এক জয়ের পর সারি বলছেন, এখন আর তিনি সমর্থকদের দুয়ো নিয়ে মাথা ঘামান না।
কার্ডিফ সিটির বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল চেলসি। পুরো ম্যাচেই বহুবার সারিকে উদ্দেশ্য করে দুয়ো দিয়েছেন সফরকারী চেলসি সমর্থকরা। সারির পদত্যাগ চেয়েও বারবার চিৎকার করেছেন তারা।
সারি অবশ্য ওসব আমলে নেননি, ‘সমর্থকদের রাগ আমি বুঝতে পারি। গত ৪৫ বছর ধরে ফুটবলের সাথে জড়িত আছি, দর্শকের এসব আমি ভালমতোই জানি। দলের ফুটবলারদের জন্য বেশি খারাপ লাগছে। তারা তো নিজেদের সবটুকু দিয়েই লড়াই করছে। আমি এসব নিয়ে মাথা ঘামাই না। এসব সয়ে গেছে। সমর্থকদের মন পাওয়ার জন্য আরও ভালো কিছুই হয়ত করতে হবে।’
নিন্দুকের মন জয়ের চেষ্টা করতে অবশ্য কোন আপত্তি নেই সারির, ‘আমার মনে হয় সব দুয়োর সমাধান হচ্ছে ম্যাচ জেতা। ম্যাচ জিতলেই আর কেউ দুয়ো দেবে না। আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে। আমরা এভারটনের সাথে ভালো খেলেও হেরেছি। কার্ডিফের সাথে শুরুটা খারাপ হলেও শেষ পর্যন্ত আমরা জিতেছি। ভাগ্যও হয়ত আমাদের সহায় হয়েছে।’
৩১ ম্যাচে চেলসির পয়েন্ট ৬০। শেষ পর্যন্ত যদি শীর্ষ চার নিশ্চিত করতে পারে চেলসি, সমর্থকদের মন হয়ত কিছুটা জয় করতে পারবেন সারি।