'মেসির খেলা দেখতে ভালো লাগে, কিন্তু সে ঈশ্বর নয়'
সর্বকালের সর্বসেরাদের তালিকায় নাম উঠেছে অনেক আগেই। ক্যারিয়ারে অসংখ্যবার বার্সেলোনাকে একা ম্যাচ জেতানোয় সমর্থকদের কাছে পেয়েছেন ‘ঈশ্বর’তুল্য সম্মান। অনেক বার্সা সমর্থকের কাছে তো তিনিই ঈশ্বর। কিন্তু মেসির যত বড় ভক্তই হোন, এরকম কোনো তুলনায় যেতে চান না পোপ ফ্রান্সিস।
মেসিকে ঈশ্বরের সমকক্ষ না ভাবলেও স্বদেশীর জন্য শ্রদ্ধা, ভালবাসার অভাব নেই পোপের। গত রবিবার স্প্যানিশ সংবাদপত্র ‘লা সেক্সটা’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বদেশী মেসির প্রশংসাই করেছেন পোপ। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও ভ্যাটিক্যান সিটিতে মেসির সঙ্গে দেখা হয়েছিল তাঁর। কিন্তু যত বড় গুণমুগ্ধই হোন, মেসিকে ঈশ্বর মানতে নারাজ তিনি, ‘ধর্মীয় তত্ত্বের দিক দিয়ে ঈশ্বর পবিত্রতম। মেসিকে ঈশ্বর ডাকা উচিৎ নয়। লোকে হয়ত বলতে পারে যে আমরা তাকে (মেসি) ভালবাসি।
‘ঈশ্বর ডাকা মানে উপাসনা করা। উপাসনার যোগ্য কেবল তিনিই। মাঠে বল পায়ে মেসি একজন ঈশ্বর, এমনটা অনেকেই বলে থাকে। মেসির প্রতি তাদের ভালবাসা প্রদর্শনের এটা একটা ধরন হতে পারে। অবশ্যই মেসির খেলা দেখতে ভাল লাগে। কিন্তু সে ঈশ্বর নয়।’