পগবা ইউনাইটেডেই থাকছেন: সোলশার
রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নের কথা রাখঢাক না রেখেই বলেছিলেন পল পগবা। এরপর রিয়াল কোচ জিনেদিন জিদান ইঙ্গিত দিয়েছিলেন, তিনিও পগবাকে রিয়ালে চান। সবকিছু মিলিয়ে পগবার রিয়ালে যাওয়ার গুঞ্জনটা প্রকট হয়েছে গত কয়েক দিনে। ইউনাইটেড কোচ ওলে গানার সোলশার অবশ্য এই গুঞ্জনে পানি ঢেলে দিলেন। সোলশার বলছেন, পগবা নিজেই তাকে ইউনাইটেডে থাকার কথা নিশ্চিত করেছেন।
২০২২ সাল পর্যন্ত পগবার সাথে চুক্তি আছে ইউনাইটেডের। তবে পগবা ও জিদানের কথায় কিছুটা চিন্তার মাঝেই ছিলেন ইউনাইটেড সমর্থকরা। জিদান কি তাহলে তার ‘প্রিয়’ ফুটবলার পগবাকে নিজের দলে ভেড়াবেন?
সোলশার ইউনাইটেড সমর্থকদের আশ্বস্ত করছেন, পগবা কোথাও যাচ্ছেন না, ‘পগবার ক্লাব ছাড়ার গুঞ্জন নিয়ে কখনোই বেশি ভাবিনি। আমি সরাসরি পগবার সাথে বসেছি, এটা নিয়ে কথা বলেছি। সে এখানেই থাকছে। সে জানে দলে তার মূল্য কতখানি। আমি তাকে খুবই পছন্দ করি। ক্লাব কিংবা আমার সাথে কোন দ্বন্দ্ব নেই তার।’
ভবিষ্যতে যে রিয়ালে খেলতে চান, সেটা অবশ্য সোলশারের কাছেও স্বীকার করেছেন পগবা, ‘সে আমাকে বলেছে, যেকোনো ফুটবলারই তো রিয়ালের হয়ে খেলতে চায়। এটা শুধু তার ক্ষেত্রেই প্রযোজ্য না। ভবিষ্যতে কী হবে, সেটা নিয়ে এখন আলোচনা করে কী লাভ।’