চ্যাম্পিয়নস লিগ নয়, বার্সার মূল লক্ষ্য লিগ জেতা: ভালভার্দে
শেষবার বার্সেলোনার ঘরে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এসেছিল তিন বছর আগে। গত দুই মৌসুমেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে লিওনেল মেসিদের। এবারো খুব বড় কোন বাধা ছাড়াই শেষ আটে পৌঁছে গেছে বার্সা। লা লিগাতেও ১০ পয়েন্টে এগিয়ে আছে তারা, উঠেছে কোপা ডেল রের ফাইনালেও। এরনেস্তো ভালভার্দের সামনে তাই ট্রেবল জয়ের হাতছানি। তবে চ্যাম্পিয়নস লিগ নয়, ভালভার্দের মূল লক্ষ্য লা লিগা জেতা।
চ্যাম্পিয়নস লিগ দিতে পারে ‘ধোঁকা’
আগেরবার ঘরের মাঠে রোমাকে ৪-১ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়েই রেখেছিলেন মেসিরা। রোমার মাঠে অবিশ্বাস্যভাবে ৩-০ গোলে হেরে যায় বার্সা। সেই দুঃস্মৃতি এখনো ভুলতে পারেননি ভালভার্দে। তাই চ্যাম্পিয়নস লিগের দিকে না তাকিয়ে লা লিগা জেতাতেই বেশি মনোযোগ দিতে চান, ‘ইতিহাস বলে, বার্সা যেবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে, সেবার তারা লা লিগাও জিতেছে। আমি জানি চ্যাম্পিয়নস লিগ নিয়ে সমর্থকদের মাঝে উদ্দীপনাটা একটু বেশি। কিন্তু এই টুর্নামেন্ট মাত্র ১৫ মিনিটেই আপনাকে ধোঁকা দিতে পারে! অন্যদিকে লিগে আমি মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেললে শিরোপা জিতবেন। প্রতি সপ্তাহেই আমরা নিজেদের পারফরম্যান্সের বিচার করতে পারি লিগের ম্যাচ দিয়ে।’
২৬ তম লা লিগার দ্বারপ্রান্তে বার্সা
লিগের বাকি আর নয় ম্যাচ। আগামী সপ্তাহেই দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। এখনই ১০ পয়েন্টের লিড তাদের, অ্যাটলেটিকোর সাথে জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের ২৬ম লা লিগা জয়। ভালভার্দে মনে করিয়ে দিলেন, শিরোপা থেকে তাদের দূরত্ব মাত্র ছয়টি জয়ের, ‘ম্যাচ বাকি আছে নয়টি। ছয়টি জিতলেই আমরা চ্যাম্পিয়ন। তবে এই ছয়টি জয় সহজে আসবে না। লিগের শেষভাগে তলানিতে থাকা দলও ভালো খেলে, এই সপ্তাহে সেল্টা ভিগো, হুয়েস্কার খেলা দেখে সেটার প্রমাণ পেয়েছে সবাই। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’
মেসির বিশ্রাম নিয়ে ‘দ্বিধা’
আজ রাতে লিগের ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা। আগামী সপ্তাহের অ্যাটলেটিকো ও চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে আজ বিশ্রামে থাকতে পারেন মেসি। মেসিকে বিশ্রাম দেওয়া নিয়ে অবশ্য খানিকটা দ্বিধায় আছেন ভালভার্দে, ‘মেসিকে বিশ্রাম দেওয়ার জন্য কোন মুহূর্তই আদর্শ না। তবে দেখা যাক কালকে আমরা কী করতে পারি। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটাও অনেক গুরুত্বপূর্ণ। সবাই অ্যাটলেটিকোর ম্যাচের কথা বলছে, কিন্তু এই ম্যাচের তিন পয়েন্টও তো সমান গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিপক্ষ চাইছে আমরা যেন পয়েন্ট হারাই, তাহলে তারা আমাদের ধরে ফেলার একটা সুযোগ পাবে।’
অ্যাটলেটিকোর লিগ জেতার সম্ভাবনা শেষ হয়ে যায়নি!
১০ পয়েন্ট পিছিতে থাকলেও এখনো অ্যাটলেটিকোর লিগ জেতার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেই বার্সাকে সতর্ক করলেন ভালভার্দে, ‘এখনো তাদের শিরোপা জয়ের সম্ভাবনা আছে। এজন্যই আমাদের সব ম্যাচেই জেতার চেষ্টা করতে হবে। অনেক লম্বা একটা মৌসুম পার করেছে দল, সবার একটু বিশ্রাম দরকার। তবে কিছু ফুটবলারকে তো অন্যদের চেয়ে বেশি খেলতেই হবে!’