• লা লিগা
  • " />

     

    কোর্তোয়া, নাভাসকে নিয়ে কোনো বিতর্কে যাবেন না জিদান

    কোর্তোয়া, নাভাসকে নিয়ে কোনো বিতর্কে যাবেন না জিদান    

    রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান বলেছেন, আগামী মৌসুম থেকে দলের প্রথম বাছাই গোলরক্ষক হবেন একজনই। থিবো কোর্তোয়া নাকি কেইলর নাভাস কে খেলবেন, সেই প্রশ্নের সমাধান করতে চান তিনি। যার মানে দাঁড়াচ্ছে এক মৌসুম পরই মাদ্রিদ ছাড়তে হতে পারে কোর্তোয়াকে। 

    জিদান দ্বিতীয় দফায় দলের ম্যানেজার হয়ে আসার আগ পর্যন্ত বেলজিয়ান গোলরক্ষক খেলেছেন নিয়মিত। কেইলর নাভাসকে বরাবরই পছন্দ করেন জিদান। প্রথম দফায় লস ব্লাংকোদের ম্যানেজার থাকার সময় নাভাসকে নিয়মিত সুযোগ দিয়েছিলেন তিনি। গতবার ইউরোপের সেরা গোলরক্ষকও নির্বাচিত হয়েছিলেন নাভাস। কিন্তু কোর্তোয়ার আগমনের পর জায়গা হারান কোস্টারিকান। আবার জিদান ম্যানেজার হয়ে আসার পর প্রথম ম্যাচেই সেই নাভাসই নামেন মাদ্রিদের গোলবারের নিচে। 

    সংবাদসম্মেলনে শেষ ম্যাচে নিজের ছেলে লুকা জিদানকে  খেলানোর পক্ষেও নিজের শক্ত অবস্থান জানিয়েছেন জিদান। হুয়েস্কার বিপক্ষে কোর্তোয়াকে দলেই রাখেননি তিনি। দুইজনকে টপকে ২০ বছর বয়সী লুকা সুযোগ পেয়েছিলেন জিদানের দলে , "এই মুহুর্তে আমার দলে তিনজন ভালো গোলরক্ষক আছে। আমরা এভাবেই মৌসুম শেষ করব। তবে আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি, আগামী মৌসুমে দলের সেরা গোলরক্ষক নিয়ে কোনো বিতর্কই হবে না। এটা আপনাকে এখনই আমি বলে দিতে পারি।"

    "লুকা নিজের যোগ্যতা দিয়েই দলে সুযোগ পেয়েছে। সে ১৬ বছর ধরে ক্লাবে আছে। এখন কেউ যদি এর পেছনে স্বজনপ্রীতি খুঁজে পান তাহলে সেটা নিয়ে আমার কিছুই করার নেই।  এগুলো নিয়ে আমার ভাবারও সময় নেই।"

    আগামীকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় খেলতে নামবে জিদানের দল।