• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ভিএআর রিপ্লেও দেখা যাবে এফএ কাপে

    ভিএআর রিপ্লেও দেখা যাবে এফএ কাপে    

    ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নতুন প্রযুক্তি এখন পর্যন্ত যোগ হয়নি কেবল প্রিমিয়ার লিগেই। তবে এফএ কাপে পরীক্ষামূলকভাবে চলছে ভিএআর। সেটাও আবার সব মাঠের জন্য নয়। যেমন লিবার্টি স্টেডিয়ামে সোয়ানসি সিটি-ম্যানচেস্টার সিটির ম্যাচটাই বিতর্ক তুলেছিল ভিএআর না থাকায়। আবার ভিএআর থাকার পরও সময়ক্ষেপণ নিয়েও সমস্যা অনেক সমর্থকের। তাই ওয়েম্বলির সেমিফাইনালে ইংলিশ এফএ নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। ভিএআরের রিপ্লেও দেখানো হবে জায়ান্ট স্ক্রিনে। 

    রাশিয়া বিশ্বকাপে গ্যালারির দর্শকদের জন্য ছিল এই সুবিধা। কিন্তু চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপের বড় লিগগুলোতে দর্শকদের জন্য এই সুবিধা রাখা হয়নি। এফএ এর নতুন সিদ্ধান্ত তাই ইংল্যান্ডের দর্শকদের কিছুটা শান্তই করার কথা।  

    ভিএআরে রেফারির সিদ্ধান্ত জায়ান্ট স্ক্রিনে দেখানোর পর, দেখানো হবে রিপ্লে। দর্শকেরা যাতে রেফারির সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ খুঁজে পেতে সে কারণেই আনা হচ্ছে রিপ্লে সুবিধা। মোট কথা, রেফারিদের সিদ্ধান্তের স্বচ্ছতা নিশ্চিত করাও এফএর উদ্দেশ্যে। এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ব্রাইটন, এবং ওয়াটফোর্ড-উলভস।