• সিরি আ
  • " />

     

    বর্ণবাদের 'প্রতিবাদ' করেই জুভেন্টাসকে জেতালেন কিন

    বর্ণবাদের 'প্রতিবাদ' করেই জুভেন্টাসকে জেতালেন কিন    

    ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকবার ক্যালিয়ারি সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে। জুভেন্টাসের তরুণ ফরোয়ার্ড ময়েস কিন সেই দুয়োর জবাবটা দিয়েছিলেন গোল করেই। ৮৫ মিনিটে করা গোলের পর ক্যালিয়ারি সমর্থকদের দিকে মুখোমুখি দাড়িয়েই উদযাপন করেছেন। সেটা একদমই পছন্দ হয়নি দর্শকের, কিনকে শুনতে হয়েছে দুয়ো ও বর্ণবাদী মন্তব্যও। দর্শকের এমন আচরণে বেশ কয়েক মিনিট বন্ধ থাকে খেলা। এতকিছুর মাঝে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া ২-০ গোলের সহজ জয় নিয়েই বাড়ি ফিরেছে জুভেন্টাস।

    টানা চতুর্থ ম্যাচে গোলের দেখা পেলেন ১৯ বছর বয়সী কিন। শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে বক্সের ভেতরে পাওয়া বলে ডান পায়ের শটে দলের দ্বিতীয় গোল করেন তিনি। গোলের পর সতীর্থদের সাথে উদযাপন না করে দাড়িয়ে যান ক্যালিয়ারি সমর্থকদের সামনে। দুই হাত উঁচু করে দাড়িয়ে বেশ কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকেন। এতে রেগে গিয়ে আরও বেশি দুয়ো দিয়েছে দর্শক। 

    এমন সময় মাতুইদি রেফারির কাছে অভিযোগ করেন, ক্যালিয়ারি সমর্থকরা কিনকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যও করছে। এই মাঠে গত বছর বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন মাতুইদি নিজেও, পরে ক্যালিয়ারি এটার জন্য ক্ষমাও চেয়েছিল। রেফারি বেশ কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন। দর্শককে চুপ করাতে এগিয়ে আসেন ক্যালিয়ারি অধিনায়ক লুকা কেপিতেলিও। তবে দর্শক উল্টো তার দিকেই বোতল ছুড়ে মেরেছে! এক পর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়ারও হুমকি দেন মাতুইদি। চার মিনিট পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে শেষ বাঁশি বাজা পর্যন্ত ও এর পরেও ক্যালিয়ারি সমর্থকদের দুয়ো বন্ধ হয়নি।

    তবে বর্ণবাদী মন্তব্য শুনলেও কিনও কম দোষী নন, দাবি জুভেন্টাস ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি ও কোচ মাসিমিলানো আলেগ্রির। ২২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেওয়া বনুচ্চি বলছেন, কিনও দর্শকের মতো সমান দোষে দোষী, ‘গোল উদযাপন তো সতীর্থদের সাথে করা উচিত। সে উদযাপনটা অন্যভাবে করতে পারত। দর্শক আর কিন, দুই পক্ষেরই দোষ সমান সমান। কিনেরও অমন উদযাপন করা উচিত হয়নি, দর্শকেরও অমন মন্তব্য করা ঠিক হয়নি।’

    বনুচ্চির সাথে একমত আলেগ্রিও, ‘কিনের ওই উদযাপন করা একদমই উচিত হয়নি। সে এখনো বয়সে তরুণ, তাকে অনেক কিছু শিখতে হবে। দর্শকের অনেক কথাই কানে তোলা যাবে না।’

     

     

    কিন অবশ্য এই ম্যাচে পেতে পারতেন হ্যাটট্রিকও। ৫৯ ও ৮১ মিনিটে তার শট ঠেকিয়ে দিয়েছেন ক্যালিয়ারি কিপার। ম্যাচ শেষে কিন তার ইনসটাগ্রামে লিখেছেন, ‘এমন উদযাপনই বর্ণবাদের বিরুদ্ধে সঠিক জবাব।’