• লা লিগা
  • " />

     

    বার্সা-ভিয়ারিয়াল ম্যাচে এত রেকর্ড!

    বার্সা-ভিয়ারিয়াল ম্যাচে এত রেকর্ড!    

    শেষ বাঁশি বাজতে তখন মাত্র ৬ মিনিট বাকি। বার্সেলোনা তখনো পিছিয়ে ৪-২ গোলে। লিগ লিডারদের বিপক্ষে ১৯ ম্যাচ পর দারুণ এক জয়ের প্রহর গুনছে ভিয়ারিয়াল। শেষ পর্যন্ত তাদের সেই স্বপ্নটা অধরাই থেকে গেলো। লিওনেল মেসির দুর্দান্ত এক ফ্রি কিক ও লুইস সুয়ারেজের গোলেই হার এড়িয়েছে বার্সা। ৪-৪ গোলে ড্র হওয়া বার্সা-ভিয়ারিয়াল ম্যাচে হয়েছে বেশ কিছু রেকর্ডও।

    বার্সেলোনার জার্সিতে এবারই প্রথম একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট পেলেন ম্যালকম। এটাই লিগে  তার প্রথম গোল। 

    আগের ম্যাচেই পানেনকা ফ্রি কিকে গোল করে সবাইকে অবাক করেছিলেন মেসি। কাল দলের বিপদের সময় তার ফ্রি কিকেই ৯০ মিনিটে ব্যবধান কমায় বার্সা। এই মৌসুমে ফ্রি কিকে এটি তার ষষ্ঠ গোল। ইউরোপের সেরা পাঁচ লিগে এটাই সর্বোচ্চ।

    ২০০৬-০৭ মৌসুমের পর ইউরোপের সেরা পাঁচ লিগে টানা দুই মৌসুমে কমপক্ষে ছয়টি ফ্রি কিক থেকে গোল পাওয়া প্রথম ফুটবলার হলেন মেসি।

    ১৮

    এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মেসির অ্যাসিস্ট ১৮টি। এটাই ইউরোপে এখন পর্যন্ত সর্বোচ্চ।

    ২০

    ভিয়ারিয়ালের সাথে আগে ১৯টি ম্যাচেই অপরাজিত ছিল বার্সা। কাল হারতে হারতেও ড্র করায় টানা ২০ ম্যাচ অপরাজিত থাকল কাতালানরা।

    ৩২

    এই মৌসুমে লিগে মেসির গোল ৩২। ইউরোপের সব বড় লিগের মাঝে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা।

    ৪২

    সব টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত মেসির গোল ৪২। এই মৌসুমে ইউরোপের সেরা লিগে মেসির চেয়ে বেশি গোল আর কারো নেই।

    ১১২

    ইউরোপের সেরা পাঁচ লিগের সর্বোচ্চ ড্রিবল সংখ্যা মেসিরই (১১২টি)।

    ১২৯

    কাল লা লিগায় নিজের ১২৯ তম গোল পেয়েছেন সুয়ারেজ। উরুগুইয়ান ফুটবলারদের মাঝে লা লিগায় তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা। সুয়ারেজ পেছনে ফেলেছেন ডিয়েগো ফোরলানকে, তার গোল ১২৮টি।