বদলে যাচ্ছে বার্নাব্যু
১৯৪৭ সাল থেকেই এই মাঠে খেলছে রিয়াল মাদ্রিদ। রিয়াল আর সান্তিয়াগো বার্নাব্যু যেন একে অন্যের প্রতিশব্দ। ৭২ বছর পর বদলে দেওয়া হচ্ছে রিয়ালের ঐতিহাসিক এই স্টেডিয়ামকে। ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা দিয়েছেন, চার বছরের মাঝেই বদলে যাচ্ছে বার্নাব্যু।
গতকাল রিয়াল আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন পেরেজ। সেখানে উপস্থিত ছিলে মাদ্রিদের মেয়র ম্যানুয়েলা কারমেনাও। এই মৌসুম শেষেই শুরু হবে স্টেডিয়াম সংস্কারের কাজ। কাজ পুরোপুরি শেষ হবে ২০২৩ সাল নাগাদ।
নতুনভাবে বার্নাব্যুকে সাজাতে খরচ পড়বে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকারও বেশি। এই টাকা অবশ্য ব্যাংক থেকে লোন নেবে রিয়াল। সেই লোন পরিশোধ করা হবে ৩০-৩৫ বছরের মাঝে।
নতুন বার্নাব্যুতে থাকবে বেশ কিছু অত্যাধুনিক সংযোজনও। পুরো স্টেডিয়ামটি ঢাকা থাকবে ছাদ দিয়ে। ফলে যেকোনো আবহাওয়াতেই ম্যাচ খেলা যাবে। এই ছাদটি পুরোপুরি খুলতে ও বন্ধ হতে সময় নেবে মাত্র ১৫ মিনিট।
এছাড়াও স্টেডিয়ামের ভেতরেই থাকবে রিয়ালের নিজস্ব কমার্শিয়াল স্পেস। থাকবে ৩৬০ ডিগ্রিতে ঘুরতে পারা বড় স্ক্রিন ও আরও অনেক কিছু।