• লা লিগা
  • " />

     

    মেসি একাই যখন একশ

    মেসি একাই যখন একশ    

    চলতি মৌসুমে লিওনেল মেসি যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও। চ্যাম্পিয়নস লিগ, লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। ইউরোপেও বাকি লিগগুলোতেও মেসির ধারে কাছে নেই কেউ। যদিও এই মৌসুমে এখনও কোনো শিরোপার নিষ্পত্তি হয়নি। তবুও ৩৯ ম্যাচে ৪২ গোল করে ফেলা মেসির মাহাত্ম্য কম আলো কাড়ছে না। গতরাতেও লা লিগার ম্যাচে বদলি হয়ে নেমেও অবদান রেখেছেন। এই নিয়ে টানা তিন ম্যাচেই ফ্রি কিক থেকে করেছেন গোল। 



    এই মৌসুম শুরুর আগে মেসির চ্যালেঞ্জ ছিল অবশ্য একটু বেশি। অধিনায়ক হয়েছেন, বাড়তি দায়িত্ব তো ছিলই। সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তাকেও সতীর্থ হিসেবে হারিয়েছিলেন। কিন্তু তাতেও গোল পেতে খুব বেশি অসুবিধা হচ্ছে না মেসির। গোল যেমন করছেন, পাল্লা দিয়ে করে যাচ্ছেন অ্যাসিস্টও। ইউরোপের শীর্ষ ৫ লিগে তার চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কারও। 

    বার্সেলোনায় যতই সফল হন, মেসিকে একটা সমালোচনা বরাবরই শুনতে হয়েছে। জাভি-ইনিয়েস্তাদের ছাড়া অচল মেসি। সেটাই ভুল প্রমাণ করে যাচ্ছেন তিনি। ২০১৫ সালে প্রথমে বার্সা ছাড়লেন জাভি হার্নান্দেজ। তাঁকে ছাড়া ১৯১ ম্যাচ খেলেছেন মেসি, গোল করেছেন ১৮১ টি। এরপর নেইমার পাড়ি জমালেন পিএসজিতে। ব্রাজিলিয়ানকে ছাড়া ৯২ ম্যাচ খেলে মেসির গোল ৮২। 

    তাই যে যাই বলুক, মেসি ছুটছেন নিজের মতোই।