• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ১ পয়েন্টের লিডে আবারও একে সিটি

    ১ পয়েন্টের লিডে আবারও একে সিটি    

    কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। লিগের ৬ ম্যাচ বাকি থাকতে ম্যান সিটি লিভারপুলের চেয়ে এগিয়ে গেছে ১ পয়েন্টে। এই নিয়ে লিগে টানা ৮ ম্যাচেই জিতল পেপ গার্দিওলার দল।

    লিগের বাকি ৬ ম্যাচ জিতলেই তাই আরও একবার চ্যাম্পিয়ন হবে ম্যান সিটি। তবে বাকি ম্যাচগুলো এই ম্যাচের চেয়ে যে কঠিন হবে সেটা সহজেই অনুমান করা যায়। কার্ডিফের বিপক্ষে ম্যান সিটির জয়টা মাত্র দুই গোলের, কিন্তু সেটা ঠিক সিটিজেনদের দাপট বোঝাতে পারছে না। ৬ মিনিটেই কেভিন ডি ব্রুইনের বুদ্ধিদীপ্ত শট নেয়ারপোস্টে দিয়ে কার্ডিফের গোলে ঢুকে গেলে এগিয়ে যায় ম্যান সিটি। কিন্তু এর আগেই অন্তত আরও দুইবার নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল স্বাগতিকরা। ইনজুরির কারণে ছিলেন না সার্জিও আগুয়েরো। তার জায়গায় নামা গ্যাব্রিয়েল হেসুস ও লিরয় সানে দুইজনের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি তখন।




    ইতিহাদে প্রথমার্ধে সিটির গোলবন্যায় কার্ডিফ ভেসে যায়নি আসলে সিটি ফরোয়ার্ডদের গোল মিসের কারণেই। নইলে আধ ডজন গোলও করে ফেলতে পারত সিটি। ৪৪ মিনিটে সানে দারুণ এক স্ট্রাইকে গোল করে সানে ব্যবধান দ্বিগুণ করেছিলেন। বিস্ময়করভাবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোলই পায়নি সিটি। অন্যপাশে এডারসন মোরায়েসও প্রায় পুরোটা সময় কাটিয়েছেন নির্ঝঞ্ঝাটে।

     

     

    রাতে অন্য ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৩-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে গেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে অলিভিয়ের জিরু, এডেন হ্যাজার্ড ও রুবেন লফটাস চিক করেছেন গোল। আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে তাদের সমান ৬৩ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান ৫ এ। শীর্ষ চারের আরেক প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পারের জন্য রাতটা ছিল বিশেষ উদযাপনের। প্রায় দুইবছর পর ঘরের মাঠে ফিরেছিল তারা। নতুন স্টেডিয়ামে শুভ সূচনাই হয়েছে মাউরিসিও পচেত্তিনোর দলের। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে তারা। হিউ মিন সন ও ক্রিশ্চিয়ান এরিকসেন গোল দুইটি করেছেন দ্বিতীয়ার্ধে। আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে টটেনহাম ফিরে পেয়েছে তৃতীয় স্থানও।