রাবিওকে নিয়ে মাদ্রিদে ধোঁয়াশা!
বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন আদ্রিয়ান রাবিও। এই মৌসুম শেষেই চুক্তি শেষ হচ্ছে পিএসজির সাথে। আগামী গ্রীষ্মে বার্সেলোনায় পাড়ি জমানো সময়ের ব্যাপারই মনে হচ্ছিল তার। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য খবর। বার্সা ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে নেওয়ায় এখন আর ন্যু ক্যাম্প নয়, রাবিও-র সম্ভাব্য গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ- জানিয়েছে এএস । তবে মার্কা জানাচ্ছে, রাবিও-র সাথে কোনও মৌখিক চুক্তিই হয়নি জিনেদিন জিদানের দলের।
গত এক বছর ধরেই তার ক্লাব ছাড়া নিয়ে কম গুঞ্জন ছড়ায়নি। ফিট থাকলেও খেলতে অসম্মতি জানিয়ে দিয়েছিলেন রাবিও। ছেলেকে পিএসজি বন্দি করে রেখেছে, এমন অভিযোগও এনেছিলেন রাবিওর মা। নিজেদের মাঝমাঠ আরও শক্তিশালী করতে রাবিওকে নিতে চেয়েছিল বার্সা, দুই পক্ষের মধ্যে মিটিং-ও হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু শেষ পর্যন্ত ডি ইয়ংকে নিয়ে নেওয়ায় বার্সার দরজা বন্ধ হয়ে গেছে রাবিও-র। এই সুযোগটাই লুফে নিতে চাচ্ছেন জিদান- জানিয়েছে এএস।
স্বদেশী ফুটবলারদের প্রতি জিদানের 'প্রীতি' অচেনা নয়। সেজন্যই হয়ত রাবিও-র প্রতি জিদানের আগ্রহটা বিস্ময়কর নয় তেমন একটা। এএস জানিয়েছে, 'আদর্শ মিডফিল্ডার' হওয়ার সব গুণাগুণই আছে রাবিও-র মাঝে; মানেন জিদান। আর ফ্রিতে পাওয়ার জন্যই রাবিওকে দলে নিতে উঠেপড়ে লেগেছেন মাদ্রিদের কোচ, এএস নিশ্চিত করেছে সেটিও।
তবে মার্কা জানাচ্ছে অন্য কথা। আগামী মৌসুমে চেলসিতে ধারে থাকা মাতেও কোভাসিচকে ফিরিয়ে আনতে চান জিদান। এজন্যই রাবিও-র সাথে কোনও মৌখিক চুক্তি করেনি রিয়াল। এএস আর মার্কার বিপরীতমুখী মন্তব্যে একটু বিভ্রান্তিতেই পড়ে যাওয়ার কথা মাদ্রিদিস্তাদের। রাবিও আসবেন কি আসবেন না- জানার জন্য তাই অপেক্ষা করতে হবে আগামী গ্রীষ্ম পর্যন্তই।