অন্তত একটা ভরসা পাচ্ছেন মরিনহো
শুধু জীবন মরণ বললে আসলে ভুল হবে, স্টোক সিটির সঙ্গে মরিনহোর ম্যাচটা আসলে তার চেয়েও বেশি কিছি ছিল। শোনা যাচ্ছিল, রোমান আব্রাহিমোভিচ ওই ম্যাচ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মরিনহোকে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে মরিনহোর স্নায়ুক্ষয়ী অপেক্ষার প্রহরটা কেটেছে টিভি পর্দার সামনে। সেই ম্যাচ হেরে যাওয়ার পর প্রশ্ন, এখন কি মরিনহোকে বিদায় নিতে হবে ? তবে এই কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে পাচ্ছেন, আসমির বেগোভিচ জানাচ্ছেন মরিনহোর পক্ষে তাঁদের পূর্ণ সমর্থন আছে।
গত মৌসুমেই স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ লিগের শিরোপা হাতে উৎসবে মেতেছিল চেলসি ফুটবলাররা। কিন্তু, এই মৌসুমের শুরু থেকেই চলছে তাঁদের ভরাডুবি। ফলাফলও বলছে একই কথা, এবারের লিগে এ পর্যন্ত খেলা ১২ ম্যাচের সাতটিতেই হেরেছে ‘দ্য ব্লুজরা’। সর্বশেষ ১৯৭৯ সালে যেবার এত বাজে শুরু করেছিল, সেবার চেলসিকে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে। বর্তমান ইংলিশ লিগ চ্যাম্পিয়নদের মূল অস্ত্র কস্তা-হ্যাজার্ডরা রয়ে গেছেন নিজেদের ছায়া হয়েই। গত মৌসুমে ১২ ম্যাচ শেষে চেলসির গোল সংখ্যা ছিল ৩০। সেখানে এবার সমান ম্যাচ খেলে তাঁরা প্রতিপক্ষের জালে মাত্র ১৬ বারই বল পাঠাতে সক্ষম হয়েছে। ফলে পরাজয়ের বৃত্ত থেকেই বের হতে পারছে না মরিনহো শিষ্যরা।
একের পর এক হারের কারণে প্রশ্ন উঠছে দলের কোচ মরিনহোর দায়িত্ব নিয়েও। রেলিগেশন জোন থেকে কেবল তিন পয়েন্ট উপরেই রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই অবস্থায় মরিনহোকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়। তবে খেলোয়াড়রা কোচের পাশেই আছেন বলে জানালেন চেলসি গোলকিপার, “ওই ম্যাচের আগে মরিনহর সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁর চাকরি থাকবে কী থাকবে না সেটা তো আর আমাদের হাতে নেই। তবে আমরা তাঁর পাশেই আছি। তার জন্যই আমরা চেষ্টা করছি। এবং তিনিই পারবেন আমাদের ভাগ্যকে পুনরুজ্জীবিত করতে।” পরে স্টোকের কোচ মার্ক হিউজও বলেছেন, মরিনহোকে আরও বেশি সময় দেওয়ার দরকার, "দেখুন, এরকম পরিস্থিতিতে আমিও পড়েছি। চেলসির কোচ হিসেবে মরিনহো অনেক কিছুই জিতেছে। অথচ এখন তাকে বিদায় করে দেওয়ার কথা হচ্ছে। আমি তো দলে পরিবর্তনের কোনো কারণই দেখতে পাচ্ছি না।" ইংলিশ লিগের পয়েন্ট টেবিলে চেলসি বর্তমানে অবস্থান করছে ১৬ নম্বরে। ১২ ম্যাচে তাঁদের পয়েন্ট মাত্র ১১!