• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মানুষ হিসেবে কতটা বড়, সেটাও দেখালেন স্টার্লিং

    মানুষ হিসেবে কতটা বড়, সেটাও দেখালেন স্টার্লিং    

    নিজের সাবেক স্কুলের ৫৫০ জন ছাত্রের জন্য ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনাল দেখার ব্যবস্থা করে দিয়েছেন রাহিম স্টার্লিং। শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে ম্যানচেস্টার সিটি খেলবে সেমিফাইনালে। সেখানে থাকবে আর্ক এলভিন একাডেমির ছাত্ররাও। 

     

     

    ৫ বছর বয়সে জ্যামাইকা থেকে লন্ডনে আসার পর এই কমিনিউটি স্কুলে পড়াশুনা করেছিলেন স্টার্লিং। ওয়েম্বলি স্টেডিয়ামের পাশেই স্টার্লিংয়ের বেড়ে ওঠা। ওই শহরের প্রতি নিজের ভালোবাসার কথা এর আগেও বহুবার জানিয়েছেন স্টার্লিং। ২০১৪ সালে কমিনিউটি স্কুলটির নাম পরিবর্তন করে রাখা হয় আর্ক এলভিন একাডেমি। 

    স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীই ক্ষুদ্র সাম্প্রাদায়িক গোষ্ঠীর সদস্য। স্টার্লিং নিজ খরচে ৫৫০ টি টিকেটের ব্যবস্থা করেছেন তাদের জন্য। এর মধ্যে ১০ জন আবার বৃহস্পতিবার লন্ডন থেকে ম্যানচেস্টার সিটির ট্রেনিং গ্রাউন্ডে যাবেন স্টার্লিংয়ের সঙ্গে দেখা করতে। ইতিহাদ কমপ্লেক্সে শিক্ষার্থীদের হাতে বাকি টিকেট গুলো তুলে দেওয়ার কথা রয়েছে তার। শিক্ষার্থীদের যাতায়াতসহ সবধরনের খরচ বহন করার প্রস্তাব দিয়েছেন ২৪ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।  

    স্টেডিয়ামের দিকে তাকিয়ে থাকা একটি শিশুর ছবির ট্যাটু আছে স্টার্লিংয়ের শরীরে। এর আগেও বিভিন্ন সংস্থায় অনুদান করার জন্য বিশেষ সুনাম আছে স্টার্লিংয়ের। গ্রিনফেল টাওয়ারে আগুন লাগার পরও ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি।