• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    টটেনহামকে হ্যাজার্ডের খোঁচা

    টটেনহামকে হ্যাজার্ডের খোঁচা    

    নতুন স্টেডিয়ামে নতুন ঠিকানা করে নিয়েছে টটেনহাম হটস্পার। কিন্তু সে কারণে লন্ডনের আধিপত্য স্পার্সের হাতে চলে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন চেলসি ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম স্থাপন করলেও, স্পার্সের শিরোপার কেস যে এখনও শূন্য পড়ে আছে সেটাই মনে করিয়ে দিয়েছেন বেলজিয়ান। 

    ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নতুন মাঠে ২-০ গোলের জয় দিয়ে শুরু করেছে স্পার্স। একই সময়ে খেলতে নামা চেলসিও জয় পেয়েছে ব্রাইটনের বিপক্ষে।  কেবলমাত্র গোলব্যবধানে পিছিয়ে থেকে চেলসির জায়গা হয়নি এখনও শীর্ষ চারে। হ্যাজার্ডের দল টিকে আছে ইউরোপা লিগেও। এবারের ইউরোপা লিগের শিরোপার দৌড়েও বড় ফেভারিট তারা।

    ম্যাচশেষে হ্যাজার্ড জানাচ্ছেন লোকজন চেলসিকে নিয়ে কম কথা বলায় তাদের উপকারই হচ্ছে। "শীর্ষ চারে জায়গা পাওয়ার ব্যাপারে লোকজন চেলসিকে নিয়ে খুব বেশি কথা বলছে না। তাতে ভালোই হচ্ছে। আমরা পূর্ণ মনোযোগ দিয়ে অনুশীলন করতে পারছি। এখনও ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের সঙ্গে ম্যাচ বাকি আছে। আমরা একটি করে ম্যাচ জিততে চাই।"

    "টটেনহাম গত কয়েকবছরে ইংল্যান্ডে অন্যতম সেরা দল। এটা আসলে সত্যি। তবে ব্যাপারটা আমার মোটেই পছন্দ নয়। ওদের সঙ্গে আমাদের রেষারেষি আছে। যদিও আমাদের ব্যাপারটা মেনে নিতে হবে। প্রিমিয়ার লিগের জন্য নতুন স্টেডিয়াম ভালো কিছুই। তবে দিনশেষে দেখুন, চেলসি অনেক শিরোপা জিতেছে। আর ওরা কিছুই জেতেনি। আমি চাই এভাবেই চলুক!"