• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    অধিনায়ক বদলে ক্ষুব্ধ রশিদ-নবি

    অধিনায়ক বদলে ক্ষুব্ধ রশিদ-নবি    

    বিশ্বকাপের মাত্র দুই মাস আগেই আফগানিস্তান দলের নেতৃত্বে এসেছে বড় রদবদল। তিন ফরম্যাট থেকেই সরিয়ে দেওয়া হয়েছে তাদের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক আসগর আফগানকে। দলের দুই মূল ভরসা রশিদ খান ও মোহাম্মদ নবি বলছেন, বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত পুরো দলের মনোবলকেই দুর্বল করে দেবে।

    আসগরের জায়গায় বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেবেন গুলবাদিন নাইব। ২০১৫ সালের এপ্রিলে দায়িত্ব পাওয়া পর আসগরের অধীনে ৫৬ টি ওয়ানডের ৩৩টিতে জিতেছে আফগানিস্তান। টি-টোয়েন্টিতে সেই রেকর্ড আরও উজ্জ্বল, ৫৯ ম্যাচের ৩৭টিতেই জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক টেস্ট জয়ও এসেছে আসগরের নেতৃত্বে।

    আকস্মিকভাবে আসগরের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে অবাক রশিদ, ‘বিশ্বকাপের অল্প কিছুদিন আগে অধিনায়ক বদলানো অনিশ্চয়তার জন্ম দেবে, দলের মনোবলেও প্রভাব ফেলবে এটা। নির্বাচক কমিটির প্রতি সম্মান রেখেই বলছি, এই সিদ্ধান্তটা ভুল ও পক্ষপাতমূলক। সামনেই বিশ্বকাপ, আসগরেরই অধিনায়ক থাকা উচিত। তার অধীনের দল বহু সাফল্য পেয়েছে।’

     

     

    নবিও বলছেন, ভুল সময়ে অধিনায়ক পরিবর্তন করা হয়েছে, ‘আফগানদের উত্থানের সাক্ষী ও দলের একজন সিনিয়র সদস্য হিসেবে আমার মনে হয় এই সময়ে অধিনায়ক পরিবর্তনটা ঠিক হয়নি। আসগরের অধীনে দল দারুণ খেলেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় বিশ্বকাপেও তার নেতৃত্ব দেওয়া উচিত।’

    আফগানিস্তান বোর্ড কি রশিদ-নবির কথাটা আমলে নেবে?