গোলরক্ষকের বয়স যখন ৭৩!
তার সমবয়সীরা বন্ধুরা ছিলেন দর্শকসারিতে। বেশিরভাগই এসেছেন হাতে লাঠি নিয়ে কিংবা হুইলচেয়ারে বসে। ইসাক হায়িক অবশ্য এসবের ধার ধারেন না। ৭৩ বছর বয়সে দিব্যি ফুটবল খেলতে নেমে গিয়েছেন তিনি। কোন প্রীতি ম্যাচ কিংবা মজা করে বন্ধুদের সাথে খেলা নয়, হায়িক খেলেছেন ইসরায়েলের পেশাদার ফুটবল লিগের ম্যাচেই! মাঠে নেমে গিনেস বুকে নামও লিখিয়েছেন তিনি। সবচেয়ে বেশি বয়সে পেশাদার ফুটবলার খেলার রেকর্ডটা এখন হায়িকেরই।
ইসরায়েলের চতুর্থ বিভাগের দল আইরনি ইয়েহুদার গোলরক্ষক হায়িক। গতকাল মাকাবি রামাতের বিপক্ষে দলের হয়ে কিপিং করতে নেমেছিলেন তিনি। ৭৪ এ পা দিতে আর কয়েকদিন মাত্র বাকি হায়িকের, তাও তিনি খেলেছেন পুরো ৯০ মিনিট। ম্যাচে হায়িক করেছেন বেশ কিছু দুর্দান্ত সেভও! শেষ পর্যন্ত অবশ্য ৫-১ ব্যবধানে হেরেছে তার দল।
ম্যাচ শেষে তার নাম ওঠে গিনেস বুকে। উরুগুয়ের রবার্ট কারমোনাকে পেছনে ফেলে তিনিই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে পেশাদার ম্যাচ খেলা ফুটবলার। হায়িক বলছেন, আরও অনেকদিন খেলাটা চালিয়ে যেতে চান তিনি, ‘গিনেস বুকে নাম ওঠা শুধু আমার জন্য না, পুরো ইসরায়েলের জন্যই সম্মানের। আমি অনায়াসেই পরের ম্যাচে ৯০ মিনিট খেলতে পারব!’
হায়িকের ৩৬ বছর বয়সী ছেলে মোসে হায়িকও জানালেন তার বাবার ইচ্ছাশক্তির কথা, ‘যখন আমরা ফুটবল খেলতাম, ভাইরা সবাই হাঁপিয়ে গেলেও তিনি কখনোই ক্লান্ত হতেন না! এই বয়সে পেশাদার ফুটবল খেলা অবিশ্বাস্য একটা ব্যাপার।’