মিলানকে হারিয়ে রেকর্ড শিরোপার পথে জুভেন্টাস
এই মৌসুমে সিরি আতে কাউকে পাত্তাই দেয়নি জুভেন্টাস। ৩০ ম্যাচে হেরেছে মাত্র একবার। শিরোপা সময়ের ব্যাপার হয়ে ছিল অনেকদিন ধরেই। এবার তুরিনে পিছিয়ে পড়েও এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপার আরও কাছাকাছি চলে গেল জুভেন্টাস। আগামীকাল নাপোলি জেনোয়ার বিপক্ষে হেরে গেলে ৭ ম্যাচ বাকি রেখেই ইতালির চ্যাম্পিয়ন হবে ওল্ড লেডিরা। আর নাপোলি জিতে গেলে, জুভেন্টাসকে অপেক্ষা করতে হবে অল্পকিছুদিন। পরের ম্যাচে স্পালকে হারালেই নিশ্চিত হবে স্কুডেট্টো। তবে মিলানের জন্য কাজটা হয়ে গেল কঠিন। আটালান্টা নিজেদের ম্যাচে জয় পেলেই চারে থাকা মিলানকে টপকে যাবে।
আরও একবার জুভেন্টাসের ম্যাচ জয়ের নায়ক ১৯ বছর বয়সী ময়েসে কিন। আগের ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন ইতালিয়ানদের কাছেই। এই ম্যাচেও করলেন গোল, ৮৪ মিনিটে কিনই নিশ্চিত করেছেন জুভের জয়। মিরালেম পিয়ানিচের পাস থেকে ডিবক্সের ভেতর ডানপাশ থেকে করা কোণাকুণি শটে পেপে রেইনাকে পরাস্ত করেন কিন।
চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার জন্য লড়তে থাকা মিলান আগের ৩ ম্যাচ থেকে পেয়েছিল মাত্র ১ পয়েন্ট। কিন্তু অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল তারা। ম্যাচের ২ মিনিটে ক্রিজতভ পিয়ন্তেক হেডে লক্ষ্য মিস না করলে তখনই এগিয়ে যেতে পারত জেনেরো গাত্তুসোর দল। অবশ্য রোসোনেরিদের সেই পিয়ন্তেকই আনন্দে ভাসিয়েছিলেন প্রথমার্ধ শেষের আগে। জুভেন্টাসের কাছ থেকে বল ছিনিয়ে বাকেয়োকো পাস দিয়েছিলেন পিয়ন্তেককে। এরপর ডান পায়ের ফিনিশে পিয়ন্তেক করেছিলেন মিলানের জার্সিতে নিজের দশম গোল। গোলমেশিন পিয়ন্তেক হয়ে গেছেন সিরি আর সর্বোচ্চ গোলদাতাও। প্রথমবার সিরি আতে এসেই ২১ গোল করে ফেলেছেন এই পোলিশ স্ট্রাইকার।
কিন্তু পিয়ন্তেককে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে হতাশ হয়েই। ৬০ মিনিটে মাতেও মুসাকিও ডিবক্সের ভেতর ফাউল করে বসেন পাউলো দিবালাকে। রেফারিও বাজান পেনাল্টির বাঁশি। ইনজুরির জন্য ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই দিবালাই স্পটকিক থেকে গোল করে জুভেন্টাসকে ফিরিয়ে আনেন ম্যাচে।
ওই গোলের ৬ মিনিট পর দিবালার বদলি হয়েই মাঠে নেমেছিলেন কিন। নেমেই আরও একবার ম্যাচ জেতানো গোল করেছেন তিনি। ৭ ম্যাচ বাকি রেখে স্কুডেট্টো জিতলে জুভেন্টাসের একটা রেকর্ডও হবে। ইতালিতে এতো তাড়াতাড়ি লিগ জয়ের রেকর্ড নেই আর কারও। শিরোপা যখন নিশ্চিতই তখন চ্যাম্পিয়নস লিগে মন দিতে পারে বিয়াঙ্কোনেরিরা। রোনালদো আয়াক্সের বিপক্ষে প্রথম লেগে থাকুন বা না থাকুন- কিন কিন্তু ভরসাই যোগাচ্ছেন অ্যালেগ্রিকে।