লিভারপুলের এগিয়ে যাওয়া নিয়ে ভাবছেন না গার্দিওলা
এক সপ্তাহে ম্যানচেস্টার সিটি, তো আরেক সপ্তাহে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিয়ে মিউজিক্যাল চেয়ারটা চলছে বেশ কয়েক সপ্তাহ ধরেই। দুদিন আগে মোহামেদ সালাহর গোলে সাউদাম্পটনকে হারিয়ে লিগের শীর্ষে ফিরেছে লিভারপুল। সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য বলছেন, লিগের শেষভাগে এসে লিভারপুলের এগিয়ে যাওয়া নিয়ে একদমই দুশ্চিন্তায় নেই তিনি।
৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে সিটি। নিজেদের বাকি ছয় ম্যাচে জিতলেই অবশ্য চ্যাম্পিয়ন হবে সিটিজেনরা। গোল ব্যবধানেও লিভারপুলের চেয়ে বেশ এগিয়ে আছে তারা। পয়েন্ট সমান হলেও শিরোপা উঠবে গার্দিওলার হাতেই।
তবে সবকিছুই বদলে যেতে পারে যদি সিটি হোঁচট খায়। লিভারপুল পয়েন্টে এগিয়ে থাকলেও অবশ্য সেটা নিয়ে দুশ্চিন্তা করছেন না গার্দিওলা, ‘সিটি একটুও চাপে নেই। আমরা জানি লিভারপুল তাদের বাকি সব ম্যাচই জিতবে। যা হওয়ার সেটা তো হবেই। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের সব ম্যাচই জিততে হবে। এর কোন বিকল্পই নেই।’
গতকাল ব্রাইটনের বিপক্ষে গ্যাব্রিয়েল হেসুসের একমাত্র গোলে এফ এ কাপের ফাইনালে উঠেছে সিটি। মাত্র এক গোলে জিতে হয়ত দর্শকের মন ভরাতে পারেনি সিটি। গার্দিওলা বলছেন, সব ম্যাচেই ভালো খেলতে পারবে না তার দল, ‘মৌসুমে আমরা ৬০টা ম্যাচ খেলি, সব ম্যাচেই কি ৫-০ তে জেতা সম্ভব? কোন দল এটা করতে পারে? যারা ট্রেবল জেতে তারাও তো পারে না। শুধু ১৯৯৮ এর ফার্গুসনের দলই হয়ত চার-পাচ গোলের ব্যবধানে জিততো সব ম্যাচ। সেমিফাইনাল, ফাইনাল ম্যাচ তো এমনই হবে। কয়টা গোল হলো, সেটা নিয়ে না ভেবে ম্যাচ জেতাটাই আমাদের প্রধান লক্ষ্য।’