• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ডিনিয়ের থ্রো-ইন ঠিক ছিল কেন?

    ডিনিয়ের থ্রো-ইন ঠিক ছিল কেন?    

    ফিল জ্যাগিয়েলকার একমাত্র গোলে আর্সেনালকে হারিয়েছে এভারটন। কিন্তু ১০ মিনিটে জ্যাগিয়েলকার করা ওই গোল নিয়েও সোশ্যাল মিডিয়ায় সংশয় প্রকাশ করেছেন অনেকে গানার সমর্থকেরা। তাদের মতে রেফারির ওই গোল বাতিল করা উচিত ছিল।   

    জ্যাগিয়েলকার গোলের উৎপত্তি একটি লং থ্রো থেকে। লুকাস ডিনিয়ে বাম পাশের টাচ লাইন থেকে লং থ্রো করে ডিবক্সের ভেতর পাঠিয়েছিলেন। পরে জ্যাগিয়েলকা জটলার ভেতর থেকে বল পেয়ে করেছেন গোল। কিন্তু থ্রো করার সময় ডিনিয়ের এক পা টাচলাইন অতিক্রম করে মাঠেও ঢুকে গিয়েছিল। আরেক পা ছিল সামনে।

    ম্যাচশেষে টিভি পান্ডিত ও প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়ারারও গোল বাতিলের পক্ষে মত দিয়েছেন। বলেছেন তার আমলে এমনটা হলে রেফারিরা গোল বাতিলই করতেন। কিন্তু শিয়ারার যাই বলুন, ইংলিশ এফএর নিয়ম অনুযায়ী কিন্তু গোলটি বৈধতাই পাচ্ছে।



    এফএর নিয়ম অনুযায়ী থ্রো-ইন করার সময় খেলোয়াড়কে,

    ১. মাঠের দিকে মুখ করে তাকাতে হবে 
    ২. দুই পা থাকতে হবে টাচলাইনের ওপর বা টাচ লাইন থেকে ভেতরের দিকে 
    ৩. দুই হাত দিয়ে মাথার পেছন থেকে বল থ্রো করতে হবে 

     

    অর্থাৎ লাইন অতিক্রম করে গেলেও লাইনে পায়ের কিছু অংশ থাকলেও থ্রো-ইন নির্ভুল হবে। থ্রো-ইনের দ্বিতীয় নিয়ম অনুযায়ী তাই সিদ্ধ হচ্ছে জ্যাগিয়েলকার গোল।