• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শীর্ষ তিনে ফিরল চেলসি

    শীর্ষ তিনে ফিরল চেলসি    

    সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য তুমুল লড়াই চলছে চেলসি, টটেনহাম ও আর্সেনালের মাঝে। জিতলেই তৃতীয় স্থানে উঠে আসবে চেলসি, এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল মাউরিসিও সারির দল। ওয়েস্ট হামের বিপক্ষে জয় পাওয়াটা খুব কঠিন হয়নি ব্লুজদের। এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্ট হামকে ২-০ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এলো চেলসি।

    উলভারহ্যাম্পটনের সাথে ড্রয়ের পর এভারটনের কাছে হার; শীর্ষ চারের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল চেলসি। এরপর কার্ডিফ ও ব্রাইটনের বিপক্ষে টানা দুই জয়ে লড়াইয়ে ফিরেছে সারির দল। গতকালের প্রতিপক্ষ ওয়েস্ট হামের সময়টা কাটছে ভালো-মন্দ মিলিয়েই। শেষ ছয় ম্যাচের তিনটিতে জিতেছে তারা, হেরেছে বাকি তিনটিতে।

    হ্যাজার্ডের চেলসি ছাড়ার গুঞ্জনটা দিনদিন বাড়ছেই। ম্যাচে অবশ্য সেটার প্রভাব পড়েনি একটুও। ২৪ মিনিটেই চেলসিকে এগিয়ে দেন হ্যাজার্ড। লফটাস চিকের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে বা পায়ের দারুণ এক শটে লিগে নিজের ১৫তম গোল করেন এই বেলজিয়াম ফরোয়ার্ড।

    ৪৮ মিনিটে আরেকটি গোলের সুযোগ এসেছিল হ্যাজার্ডের সামনে, সেই শট অবশ্য পোস্ট ঘেঁষে চলে যায়। ৫৪ ও ৫৬ মিনিটে চেলসি রক্ষণভাগে কাঁপন ধরিয়ে দিয়েছিল ওয়েস্ট হাম। ম্যানুয়েল লাজজিনি ও লফটাস চিককে হতাশ করেন চেলসি গোলরক্ষক আরিজাবালাগা।

     

     

    ৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন অলিভিয়ার জিরু, তার শট ঠেকিয়ে দিয়েছেন ওয়েস্ট হাম কিপার। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করেন হ্যাজার্ড। এই মৌসুমে লিগে এটি তার ১৬তম গোল, সব টুর্নামেন্ট মিলিয়ে এই সংখ্যাটা ১৯। এই জয়ে ওয়েস্ট হামের বিপক্ষে শেষ ১৩ হোম ম্যাচে অপরাজিত থাকল চেলসি।

    ৩৩ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলে টটেনহামের পয়েন্ট ৬৪, আর্সেনালের ৬৩।