হ্যাজার্ড যেতে চাইলে বাধা দেবেন না সারি
এডেন হ্যাজার্ড চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, এই গুঞ্জনটা ক্রমেই জোরালো হচ্ছে। রিয়াল কোচ জিনেদিন জিদানও প্রকাশ্যেই হ্যাজার্ডকে নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন সংবাদমাধ্যমে। এবার চেলসি কোচ সারিও আভাস দিলেন, আগামী মৌসুমে হয়ত হ্যাজার্ডকে আর চেলসির জার্সি গায়ে দেখা যাবে না। সারি বলছেন, হ্যাজার্ড যেতে চাইলে তাঁকে বাধা দেওয়া হবে না।
ক্লাব ছাড়তে চাইলে হ্যাজার্ডকে ধরে রাখা সম্ভব হবে না বলেই মানছেন সারি, ‘যদি সে অন্য কোথাও যেতে চায়, তাঁকে আটকানো খুব কঠিন হবে। শুনেছি তার ট্রান্সফার ফি হতে পারে ১০০ মিলিয়ন। এটা আসলে বর্তমান বাজারে খুবই কম। চেলসি কর্তৃপক্ষও আমার সাথে একমত হবে। হ্যাজার্ডকে সাথে নিয়ে আমরা ইউরোপের সেরা দল হতে চাচ্ছি। কিন্তু তার সিদ্ধান্তকে সম্মান দেখাতে হবে।’
হ্যাজার্ডের চলে যাওয়া যে চেলসির জন্য বড় ধাক্কা হবে, সেটা অকপটেই স্বীকার করলেন সারি, ‘সব কোচই তার মতো ফুটবলারকে ধরে রাখতে চায়। আশা করি সে শেষ পর্যন্ত এখানেই থাকবে। তার চলে যাওয়াটা দলের জন্য খারাপ হবে। হ্যাজার্ডের বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। তার সমমানের ফুটবলার বিশ্বে দুই থেকে তিনজনের বেশি নেই। যদি সে চলেই চায়, তাহলে আরেকজন হ্যাজার্ড না খুঁজে অন্য কিছু ভাবতে হবে।’
কাল ওয়েস্ট হামের বিপক্ষে জোড়া গোল করে দলকে পয়েন্ট তালিকার তিনে উঠিয়ে এনেছেন হ্যাজার্ড। চেলসির সাথে ২০২০ সাল পর্যন্ত চুক্তি আছে তার। রিয়ালে যাওয়া নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি, ‘যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা মিথ্যা। এই মুহূর্তে আমি চেলসিতেই মনোযোগ দিচ্ছি। এই মৌসুমে অনেক কিছু করা বাকি আছে। লিগে শীর্ষ চারে থাকা ও ইউরোপা লিগ জেতাই আমাদের মূল লক্ষ্য।’