ড্রিংক করে গ্রেফতার ড্রিংকওয়াটার
তাঁর নাম নিয়ে হয়ত মজা করেন অনেকেই। পানির বোতল কিংবা অন্য পানীয় দেখিয়ে তাঁকে রাগিয়েও দিতে পারেন কেউ কেউ! এবার ড্যানি ড্রিংকওয়াটার অবশ্য ফেঁসে গেলেন ‘ড্রিংক’ করার অভিযোগেই।মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে চেলসি মিডফিল্ডার ড্রিংকওয়াটারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মাঝরাতে পার্টি করে বাড়ি ফিরছিলেন তিনি। চেশায়ারের অ্যাশলি রোডে রাস্তায় একটি গাড়ির সাথে তার রেঞ্জ রোভার গাড়ির ধাক্কা লাগে। এই ঘটনায় ড্রিংকওয়াটার ও অন্য গাড়িতে থাকা দুইজন আহত হন। রাস্তায় থাকা পুলিশ ওই সময় তার গাড়ি আটক করে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর তাঁকে গ্রেফতারও করা হয়।
ড্রিংকওয়াটারের গ্রেফতারের ঘটনায় চেলসি কর্তৃপক্ষ বিবৃতি দিয়েছে, ‘আমরা তার গ্রেফতার হওয়ার ঘটনাটা জানি। তবে বিস্তারিত না জেনেই আমরা মন্তব্য করতে চাই না।’ স্থানীয় পুলিশ বলছে, মদ্যপ সন্দেহেই গ্রেফতার হয়েছেন ড্রিংকওয়াটার, ‘একজন ২৯ বছর বয়সীকে সন্দেহজনক মদ্যপ হিসেবে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।’