• লা লিগা
  • " />

     

    টাকার অভাবে পগবাকে কিনতে পারেনি বার্সা!

    টাকার অভাবে পগবাকে কিনতে পারেনি বার্সা!    

    তিন বছর আগে রেকর্ড ট্রান্সফার ফিতে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন পল পগবা। এতদিন পর বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানালেন, তারাও কিনতে চেয়েছিলেন পগবাকে। তবে ওই সময় পগবাকে কেনার মতো টাকা ছিল না তাদের!

    ২০১৬ সালে জুভেন্টাস ছাড়ার ঘোষণা দেন পগবা। তাঁকে দলে যোগ দেওয়ার আহবান জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। তবে রিয়ালে না গিয়ে ইউনাইটেডেই গিয়েছিলেন এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। তখনকার রেকর্ড ট্রান্সফার ফি ১১০ মিলিয়ন পাউন্ডে পগবাকে কিনে নেয় ইউনাইটেড।

    বার্তোমেউ বলছেন, তাদের টাকা থাকলে হয়ত এখন পগবা বার্সেলোনাতেই খেলতেন, ‘২০১৫ সালে যখন সে তুরিনে খেলছিল, তখন জুভেন্টাসকে বলেছিলাম আমরা পগবাকে কিনতে চাই। তারাও বলেছিল যদি কখনো পগবাকে বিক্রি করেন তাহলে আমাদের জানাবেন। তবে ক্লাব ছাড়ার সময় পগবার যে দাম ধরা হয়েছিল সেটা খুবই বেশি ছিল। আমাদের ওই সময় অত টাকা ছিল না। তাই সে বার্সাতে না এসে ইউনাইটেডেই গেছে। এখন তো সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’

    আগামীকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি বার্সা-ইউনাইটেড। পগবা যদি দারুণ কিছু করে ইউনাইটেডকে জিতিয়ে দেন, বার্তোমেউয়ের হতাশাটা নিশ্চয়ই আরও বেড়ে যাবে!