আয়াক্সের বিপক্ষেই ফিরছেন রোনালদো
আয়াক্সের বিপক্ষে তিনি খেলবেন কী খেলবেন না, এ নিয়ে গত দুই সপ্তাহ ধরেই চলেছে জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি নিশ্চিত করেছেন, আমস্টারডাম অ্যারেনাতে প্রথম একাদশেই দেখা যাবে রোনালদোকে।
পর্তুগালের হয়ে খেলতে নেমে গত মাসে থাইয়ের ইনজুরিতে পড়েছিলেন রোনালদো। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে পুরোটা না খেলেই মাঠ ছাড়তে হয় সিআর সেভেনকে। সেই ইনজুরির পর থেকেই আয়াক্সের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় জেগেছিল। ডাক্তারদের পরীক্ষার পর জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, রোনালদোর সুস্থ হতে ১৫ দিনের বেশি সময় লাগবে। আলেগ্রি নিজেই বলেছিলেন, সম্পূর্ণ ফিট না হলে প্রথম লেগে খেলিয়ে রোনালদোকে নিয়ে ঝুঁকি নেবেন না তারা।
তবে ইনজুরি কাটিয়ে এরই মাঝে অনুশীলনে ফিরেছেন রোনালদো। গতকাল সংবাদ সম্মেলনে আলেগ্রি নিশ্চিত করেছেন, আয়াক্সের বিপক্ষে মাঠে নামবেন তিনি, ‘দলের সাথে ভালোভাবেই অনুশীলন করেছে সে। প্রথম লেগে রোনালদো একাদশে থাকবে। সে এখন পুরোপুরি সুস্থ।’
১২ মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হ্যাটট্রিকের পর জুভেন্টাসের হয়ে আর খেলেননি রোনালদো। রোনালদো ফিরলেও ইনজুরির কারণে আজ খেলতে পারবেন না জর্জিও কিয়েলিনি ও এমেরে চান।