• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    অনভিজ্ঞ আর্চারকে বিশ্বকাপে খেলাবে ইংল্যান্ড?

    অনভিজ্ঞ আর্চারকে বিশ্বকাপে খেলাবে ইংল্যান্ড?    

    ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন এক মাসও হয়নি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়েও তাই খেলা হয়নি কোন ম্যাচ। সেই জোফরা আর্চারকেই ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলতে দেখা যেতে পারে! ডেইলি মেইল বলছে, বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলে থাকার জোর সম্ভাবনা আছে এই অলরাউন্ডারের।

    ২০১৬ সাল থেকে সাসেক্সের হয়ে খেলছেন আর্চার। কাউন্টি ক্রিকেটে ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮ ম্যাচ খেলে তার রান ১০০৩, উইকেট নিয়েছেন ১৩১টি। বারবাডোসে জন্ম নিলেও বরাবরই ইংল্যান্ডের হয়ে খেলার ইচ্ছা পোষণ করতেন ২৪ বছর বয়সী আর্চার। বাবা ইংলিশ হওয়ায় দেশটির পাসপোর্টও আছে তার। তবে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন কিনা, সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছিল।

    শেষ পর্যন্ত গত মাসে ইংল্যান্ডের হয়ে খেলার অনুমতি পান আর্চার। ইংল্যান্ডের হয়ে এখনো তাই কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এর মাঝেই গুঞ্জন উঠেছে, অভিজ্ঞতা না থাকলেও বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেন আর্চার।

     

     

    তবে যিনি জাতীয় দলের হয়ে একটিও ম্যাচ খেলেননি, তাঁকে বিশ্বকাপে খেলানো কতটা যুক্তিযুক্ত, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই। জানা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অভিষেক হতে পারে তার, থাকবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। সেই হিসেবে বিশ্বকাপের আগে মাত্র ছয়টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা হবে আর্চারের।

    শেষ পর্যন্ত অনভিজ্ঞ আর্চারকে দলে রাখেন কিনা ইংল্যান্ড কোচ ট্রেভর বেয়লিস ও অধিনায়ক এউইন মরগান, সেটা জানা যাবে এই মাসের ২৩ তারিখের মাঝেই।