• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    "বিশ্বকাপে ওয়ার্নারের 'ইগো' বাড়তে দেওয়া যাবে না"

    "বিশ্বকাপে ওয়ার্নারের 'ইগো' বাড়তে দেওয়া যাবে না"    

    নিষেধাজ্ঞা উঠে গেছে গত মাসেই। বিশ্বকাপেই জাতীয় দলের হয়ে খেলায় ফিরছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতা অনেকটাই নির্ভর করবে ওয়ার্নারের জ্বলে ওঠার ওপর। সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রায়েম স্মিথ তাই অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে খানিকটা সতর্ক করে বলছেন, বিশ্বকাপ চলার সময় ওয়ার্নারের ‘ইগোকে’ দমিয়ে রাখতে হবে।

    বল টেম্পারিং কেলেঙ্কারিতে গত বছরের মার্চে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার ও স্মিথ। দীর্ঘ এক বছর পর মার্চের ২৯ তারিখে উঠেছে তাদের নিষেধাজ্ঞা। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মাঠে না নামলেও ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামার কথা ওয়ার্নারেরই। ৩২ বছর বয়সী ওয়ার্নারের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করবে অস্ট্রেলিয়ার ট্রফি জেতা।

    স্মিথ অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, ওয়ার্নারের এই ‘প্রয়োজনীয়তা’ দলে সমস্যার সৃষ্টি করতে পারে, ‘এই মুহূর্তে তাঁকে অস্ট্রেলিয়ার যতটা না দরকার, তার চেয়েও অস্ট্রেলিয়াকে ওয়ার্নারের বেশি দরকার। সে নিজেকে প্রমাণ করতে চাইবে, ভালো পারফর্মও করবে। কিন্তু সমস্যাটা হবে তখনই, যখন সে অন্যদের চেয়ে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভাববে। টিম ম্যানেজমেন্টকে তখন এটা সামলাতে হবে।’

     

     

    কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অধিনায়ক ফিঞ্চকেই ওয়ার্নারের ব্যাপারটা দেখতে হবে, মানছেন স্মিথ, ‘ল্যাঙ্গার ও অধিনায়ককে পুরো ব্যাপারটা সামলাতে হবে। ওয়ার্নারের ইগো যেন বাড়তে না পারে, সেটার দিকে বিশেষ নজর রাখতে হবে। সেটাই অস্ট্রেলিয়ার জন্য ভালো হবে।’