• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ওল্ড ট্রাফোর্ডে আসছে মাত্র ২ হাজার বার্সা সমর্থক!

    ওল্ড ট্রাফোর্ডে আসছে মাত্র ২ হাজার বার্সা সমর্থক!    

    ন্যু ক্যাম্পে কিংবা প্রতিপক্ষের মাঠে, বার্সেলোনার সমর্থকরা দলকে উৎসাহ জোগাতে সবসময়ই ভিড় করেন স্টেডিয়ামে। আর ম্যাচটা যদি হয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, তাহলে তো টিকেটের জন্য রীতিমত কাড়াকাড়ি লেগে যায়। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আজকের ম্যাচে ঘটেছে উল্টো কাহিনী। ম্যাচ শুরু হতে কয়েক ঘণ্টা বাকি থাকলেও অবিক্রীত রয়ে গেছে বার্সার জন্য বরাদ্দ রাখা ৩৫০০ টিকেট!

    ম্যাচের সূচি ঘোষণার পরেই বার্সার পক্ষ থেকে ঘোষণা আসে, ন্যু ক্যাম্পের ফিরতি লেগে ইউনাইটেড সমর্থকদের জন্য বরাদ্দ ৪৬১০টি টিকেটের প্রতিটির মূল্য হবে প্রায় ১২ হাজার টাকা। কাতালান ক্লাবটির এই ঘোষণার পরপরই ক্ষোভ জানায় ইউনাইটেড।

    পরে ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়, খেলা দেখতে যাওয়া সমর্থকদের জন্য ভর্তুকি দেবেন তারা, ‘আবারও আমাদের সমর্থকদের টিকেটের বাড়তি দামের সম্মুখীন হতে হচ্ছে। টিকেটের দামের আট হাজার টাকা দেবে সমর্থকরা, বাকি চার হাজার টাকা দেওয়া হবে ইউনাইটেডের ফান্ড থেকে।'

     

     

    টিকেটের এই দাম বাড়ানোর ‘প্রতিশোধ’ হিসেবে ওল্ড ট্রাফোর্ডের ম্যাচে সফরকারী বার্সা সমর্থকদের টিকেটের দামও ১২ হাজার টাকা করে দেয় ইউনাইটেড। বার্সা অবশ্য ইউনাইটেডের মতো সমর্থকদের জন্য ভর্তুকি দিতে রাজি ছিল না। আর এতেই কমে গেছে বার্সার টিকেট বিক্রি। যেখানে স্পেন থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার সমর্থকের আসার কথা ছিল ম্যানচেস্টারে, সেখানে মাত্র দুই হাজারের মতো সমর্থক আসবে আজ। বার্সা কর্তৃপক্ষ বিক্রি করতে পারেনি ৩৫০০ টিকেট!

    ইউনাইটেড সমর্থকদের টিকেটের দাম বাড়ানো নিয়ে নিশ্চয়ই এখন আফসোস করছে বার্সা কর্তৃপক্ষ।