• কোপা আমেরিকা
  • " />

     

    শতবর্ষ উদযাপনে 'অভিশপ্ত' জার্সি ফেরত আনল ব্রাজিল

    শতবর্ষ উদযাপনে 'অভিশপ্ত' জার্সি ফেরত আনল ব্রাজিল    

    কোপা আমেরিকা উপলক্ষ্যে ব্রাজিলের নতুন জার্সি উন্মোচন করেছে নাইকি। ১৯১৯ সালে প্রথমবার কোপা আমেরিকা আয়োজন করেছিল ব্রাজিল। তৃতীয় আসরে সেবার প্রথমবারের মতো চ্যাম্পিয়নও হয়েছিল তারাই। শতবর্ষ উদযাপনের জন্য সেই ব্রাজিলের সাদা জার্সিটাই আবার ফেরত এনেছে তারা। হলুদ জার্সির পর, সেকেন্ড কিট হিসেবে ব্যবহৃত হবে এটি। 



    ১৯৫০ বিশ্বকাপের কুখ্যাত মারাকানাজো এর পর রীতিমত আয়োজন করে অভিশপ্ত সাদা জার্সিটি চিরতরে বিদায় দিয়েছিল ব্রাজিল। উরুগুয়ের কাছে মারাকানাতে বিশ্বকাপের ফাইনালে ২-১ গোলে হেরেছিল সেলেসাওরা। ওই ম্যাচেও ব্রাজিল খেলেছিল সাদা জার্সি পরে। এরপর বিজ্ঞপ্তি নিয়ে ব্রাজিলের নতুন জার্সির ডিজাইন আহবান করা হয়েছিল। সেই থেকে বিলুপ্ত হয়ে যায় সাদা জার্সি আর শুরু হয়ে হলুদ জার্সির প্রচলন।



    ১৯১৯ সালে কোপা আমেরিকার ফাইনালে রিও ডি জেনিরোতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। কিংবদন্তী ফ্রেডেনরিখ করেছিলেন একমাত্র গোলটি। ব্রাজিলকে প্রথমবার শিরোপা এনে দেওয়া দলটার সম্মানেই ৬৯ বছর ধরে 'অভিশপ্ত' মনে করা জার্সিটাই আবার গায়ে চড়াবেন নেইমার, কৌতিনহোরা।