ন্যু ক্যাম্পে 'প্যারিসের রূপকথার' পুনরাবৃত্তির আশা সোলশারের
পুরো ম্যাচে বার্সেলোনা রক্ষণভাগকে বেশ ভালোই ভুগিয়েছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত লুক শ’য়ের সেই আত্মঘাতী গোলের কারণেই হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি ওলে গানার সোলশারের ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হারলেও সেমিতে যাওয়ার আশা ছাড়ছেন না সোলশার। দ্বিতীয় রাউন্ডে পিএসজির মাঠে সেই রূপকথার ফিরে আসাটাই ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগে তাঁর অনুপ্রেরণা।
মাত্র ১৩ মিনিটেই ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে পড়ে ইউনাইটেড। গোলটা অবশ্য বার্সার কেউ করেননি, আত্মঘাতী গোল করেছেন লুক শ’। সেই গোলের পর ম্যাচে সমতা ফেরানোর বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল ইউনাইটেড। তবে মার্কাস র্যাশফোর্ড, অ্যান্থনি মার্শিয়ালরা সহজ সুযোগ পেয়েও বল জালে জড়াতে না পারলে ম্যাচে ফেরা হয়নি তাদের।
ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগে বার্সা তাই খেলতে নামবে মহামূল্যবান অ্যাওয়ে গোল নিয়েই। দ্বিতীয় রাউন্ডেও ওল্ড ট্রাফোর্ডে জিততে পারেনি ইউনাইটেড, তবে পিএসজির মাঠে অবিশ্বাস্যভাবে ফিরে এসে কোয়ার্টারে উঠেছিল তাঁরা। সেই ম্যাচটাই আশা যোগাচ্ছে সোলশারকে, ‘পিএসজির মাঠের ম্যাচটা প্রমাণ করে আমরা কী করতে পারি। আমরা জানি বার্সা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল। ক্যাম্প ন্যুতে তাঁরা আরও ভয়ঙ্কর, এটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। সেখানে যদি আমরা জিততে পারি, সেটা বিশাল একটা অর্জন হবে। কারণ বার্সা নিজেদের মাঠে হেরে অভ্যস্ত নয়। আমাদের বিশ্বাস আমরা দ্বিতীয় লেগে জিতেই সেমিতে যাবো।’
প্রথম লেগের আগে লিওনেল মেসিকে ঠেকানো নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। ক্রিস স্মলিং তো বলেই দিয়েছিলেন, মেসিকে ঠেকাতে প্রস্তুত তিনি। কাল বল দখলের লড়াইয়ে তাঁর সাথে সংঘর্ষে রক্তাক্ত হয়েছেন মেসি, গোলও করতে পারেননি। স্মলিং বলছেন, ইউনাইটেডের রক্ষণ বার্সা ফরোয়ার্ডকে নখদন্তহীন করে দিয়েছিল, ‘পুরো দলকে আমরা নখদন্তহীন করে দিয়েছিলাম। ডি গিয়া তো ম্যাচে মাত্র একটা সেভ করেছে!’
পিএসজির মাঠে যে রূপকথার গল্প লিখেছিল ইউনাইটেড, ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে কি সেটারই পুনরাবৃত্তি ঘটবে?